শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত ২৬ পুলিশ

news-image

নারায়নগঞ্জ প্রতিনিধি : করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় দায়িত্ব পালন করতে গিয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের ২৬ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছে।

সোমবার বিকেলে এ তথ্য নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম দেশ রূপান্তরকে বলেন, রবিবার নতুন করে ৩ জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। জেলায় মোট ২৬ জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। তবে তারা সবাই শারীরিকভাবে সুস্থ আছেন। বাসায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

পুলিশ সুপার আরও বলেন, আমিও সুস্থ আছি। সবাই সুস্থ থাকুক এটাই কামনা করি। এছাড়া তিনি নারায়ণগঞ্জবাসীকে সামাজিক দূরত্ব মেনে চলা এবং ঘরে থাকারও অনুরোধ করেছেন।

উল্লেখ্য যে, নারায়ণগঞ্জকে বাংলাদেশের করোনাভাইরাসের ‘হটস্পট’ ঘোষণা করা হয়েছে। এখানে স্থবির হয়ে পড়েছে অর্থনীতির চাকা। কর্মহীন হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। নারায়ণগঞ্জ থেকে দেশের বিভিন্ন জেলায় করোনাভাইরাস ছড়িয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নারায়ণগঞ্জে ৬৫৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মৃত্যুবরণ করেছে ৪২ জন।

নারায়ণগঞ্জে জেলা প্রশাসক কার্যালয়ের ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট করোনায় আক্রান্ত হয়েছে। র‌্যাব সদস্যরা আক্রান্ত হয়েছে। পুরিশ সুপারের গাড়ি চালকের পর সোমবার জেলা প্রশাসকের গানম্যান করোনায় আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসন।

এ জাতীয় আরও খবর