শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টাঙ্গাইলে করোনায় আক্রান্ত একই পরিবারের ৫ জন

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে একই পরিবারের চারজন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ পরিবারে আগে থেকেই একজন করোনা আক্রান্ত ছিলেন। এ ছাড়া জেলায় আরও একজন নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে টাঙ্গাইলে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ জনে।

গতকাল বৃহস্পতিবার জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ১১৩ জনের নমুনা সংগ্রহ করে ঢাকার রোগত্বন্ত্র, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পাঠানো হয়। পরে সেখান থেকে ৫ জনের করোনা ভাইরাস পজিটিভ হয়েছে।

নতুন আক্রান্ত ৫ জনের মধ্যে সখীপুর উপজেলার একই পরিবারের চারজন ও গোপালপুরের একজন রয়েছেন। আজ শুক্রবার সকালে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান তথ্যটি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন বলেন, ‘বৃহস্পতিবার রাতে মুঠোফোনে নতুন আক্রান্ত ৫ জনের কথা আমাকে ঢাকা থেকে জানানো হয়। তারা নিজ বাড়িতে রয়েছেন। তাদের সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।’

তিনি বলেন, ‘বৃহস্পতিবার পর্যন্ত জেলায় মোট ১ হাজার ৪৪ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল। তাদের মধ্যে ১৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেলো। আক্রান্তদের মধ্যে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ঘাটাইলের মহির উদ্দিন (২৪) মারা গেছেন। মির্জাপুর অখিল সরকার ও ভূঞাপুরের খন্দকার সোহাগ সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন।’

একই পরিবারের চারজন আক্রান্ত হওয়া সম্পর্কে সখীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সোবহান বলেন, ‘গত মঙ্গলবার উপজেলার লাঙ্গুলিয়া এলাকার এক ব্যক্তির করোনা পজিটিভ ধরা পড়ে। তিনি ঢাকায় কাঁচামালের ব্যবসা করতেন। করোনা ধরা পড়ার ১৯ দিন আগে তিনি ঢাকা থেকে নিজ বাড়িতে চলে এসেছিলেন। তারপরও দুইদিন ধরে হালকা জ্বর থাকায় তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। পরে তার রিপোর্ট পজিটিভ আসে। এর পরই গত বুধবার ওই ব্যক্তির পরিবারের সদস্যসহ সংস্পর্শে এসেছে এমন ১১ জনের নমুনা সংগ্রহ করা হয়। বৃহস্পতিবার সকালে আইইডিসিআরে তাদের নমুনা পাঠানো হলে সেখান থেকে চারজনের নমুনা পজিটিভ আসে।’

তিনি জানান, নতুন আক্রান্তরা হলেন-মঙ্গলবার করোনা ধরা পড়া ওই ব্যক্তির স্ত্রী, তাদের দুই ছেলে ও এক মেয়ে। তাদের কারোরই করোনার কোনো লক্ষণ নেই। তারপরও তাদের নিজ বাড়িতে আপাতত আইসোলেশনে রাখা হয়েছে। এর আগে তাদের গত মঙ্গলবারই তাদের বাড়িসহ আশেপাশের ৩২টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছিল।

বাকি আক্রান্ত ব্যক্তি সম্পর্কে গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. আলীম আল রাজি বলেন, ‘করোনায় আক্রান্ত নারী ঢাকার একটি পোশাক তৈরির কারখানায় কাজ করতেন। তিনি গত কয়েকদিন আগে গোপালপুরের ধোপাকান্দি ইউনিয়নের কামদেব বাড়ি এলাকার নিজ বাড়িতে চলে আসেন। গত ৪-৫ দিন ধরে তার হালকা জ্বর থাকায় বিষয়টি উপজেলা স্বাস্থ্য বিভাগকে জানান। পরে গত বুধবার তার নমুনা সংগ্রহ করে বৃহস্পতিবার সকালে ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়। সেখান থেকে গতকাল রাতেই তার নমুনা পজিটিভ থাকার কথা জানানো হয়।’

তিনি বলেন, ‘আক্রান্তের শারীরিক অবস্থা ভালো রয়েছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে তার বাড়ি ও আশেপাশের এলাকা লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

এ জাতীয় আরও খবর