শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

মিঠাপুকুরে খাদ্যের দাবিতে ইউএনও কার্যালয়ের সামনে অবস্থান : তবুও ফিরতে হলো শূণ্যহাতে

news-image

সোহেল রশীদ, রংপুর : রংপুরের মিঠাপুকুর উপজেলায় খাদ্যের দাবিতে অর্ধশতাধিক ভিক্ষুক ও হতদরিদ্র পরিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে প্রায় সাড়ে ৫ঘন্টা অবস্থান করেন। অবশেষে কোন সরকারী সাহায্য না পেয়ে শুণ্যহাতে ফিরে গেছেন তারা।

রবিবার সকালে অর্ধশতাধিক ভিক্ষুক গিয়ে ছিলেন মিঠাপুকুর উপজেলা নির্বাহি অফিসারের কাছে। তারা সকাল নয়’টা হতে দুপুর আড়াইটা পর্যন্ত খাদ্যের দাবিতে প্রায় সাড়ে ৫ঘন্টা অবস্থান করে। এসময় তারা অভিযোগ করেন, চেয়ারম্যানের কাছে চাল চাইতে গেলে তিনি ক্ষেপে ওঠেন। অশালিন ভাষায় গালিগালাজ করেছেন। তাড়িয়ে দেন।

উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয়ের সামনে অবস্থারত বড় হয়রতপুর ইউনিয়নের খামার ফতেপুর গ্রামের ছকিনা খাতুন ও আনজেরা খাতুন বলেন, ‘হামরা মানুষের কাছে চায়া নিয়্যা খাই। ম্যালা দিন থাকি সেটাও বন্ধ। ঘরত চাউল নাই, আলু সিদ্ধ খায়া বাঁচি আছি। চেয়ারম্যানের কাছে গেছনো হামাক গালি দিয়্যা খ্যাদে দিছে।

একই গ্রামের রেহেনা বেগম বলেন, ‘হামরা গরীব মানুষ। হামারমত মানুষক সরকার চাল দিব্যার দিছে, হামরা কায়ো পাই নাই। চালগুল্যা গেল কই?’

খামার ফতেপুর গ্রামের রিক্সাচালক আফছার আলীও গিয়েছিলেন উপজেলা নির্বাহি অফিসারের কাছে। তিনি বলেন, আমার ৬ ছেলে-মেয়েসহ ৮ সদস্যের পরিবার। আমার খেয়ে না খেয়ে আছি। চেয়ারম্যানের কাছে গিয়েছিলাম, সরকারি চাল চাইতে দেয়নি বরং তাড়িয়ে দিয়েছেন। ইউএনও’র কাছে গিয়েছিলাম তিনি লিখিত আবেদন করতে বলেছে। আমরা অশিক্ষিক মানুষ, কার কাছে লিখে নেই?

ভ্যান চালক শহিদুল ইসলাম বলেন, ‘হামরা ইউএনও স্যারের কাছে গেছনো। বরাদ্দ নাই, হামাক চলিয়া যাবার কওচে।’

বড় হযরতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রুস্তম আলী বলেন, বরাদ্দের চাল ৩শ ৬০ পরিবারকে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এক হাজার ৬শ জন পাবে। যারা ইউএনও’র কার্যালয়ে গিয়েছিল, তাদেরও নাম তালিকায় রয়েছে।

মিঠাপুকুর উপজেলা নির্বাহি অফিসার মামুন ভূইয়া বলেন, যারা এসেছিল তারা সবাই ভিক্ষুক নয়। তবে এরা হতদরিদ্র। সরকারী ভাবে পর্যায়ক্রমে প্রাপ্ত বরাদ্দগুলো দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদের মাধ্যমে চালগুলো গ্রাম পর্যায়ে দুঃস্থদের মাঝে বিতরণ করা হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪

জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন : রাষ্ট্রপতি

রাঙামাটিতে ইউপিডিএফ কর্মীসহ দু’জনকে গুলি করে হত্যা

ওবায়দুল কাদেরের প্রশ্ন; সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে ঢুকবে কেন

ব্রাহ্মণবাড়িয়ায় লিচুর বাগান পরিচর্যায় ব্যস্ত মালিকরা, আশানুরুপ ফলনের আশা

প্রশংসার পর সমালোচনা, কানে আলোচনায় ঐশ্বরিয়া

তাইওয়ানের পার্লামেন্টে তুমুল হাতাহাতি (ভিডিও)