শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় কিশোরগঞ্জে প্রথম মৃত্যু, ২ ইউনিয়ন ‘লকডাউন’

news-image

নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জে প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ও জাফরাবাদ ইউনিয়ন দুটি ‘লকডাউন’ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

ঢাকায় ব্যবসায় জড়িত ৫০ বছর বয়সী ওই ব্যক্তি গত সোমবার কিশোরগঞ্জে মারা যান। তার বাড়ি জেলার করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের মুসলিমপাড়া গ্রামে।

গতকাল মঙ্গলবার মধ্যরাতে করোনায় ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান।

এ ব্যাপারে জেলা প্রশাসক সারওয়ার মোর্শেদ চৌধুরী বলেন, ‘বিষয়টি শোনার পরই কাদিরজঙ্গল ও জাফরাবাদ ইউনিয়ন দুটি লকডাউন ঘোষণা করে উপজেলা প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।’

ঢাকার ‘ছোট’ ব্যবসায় জড়িত ওই ব্যক্তি সপ্তাহখানেক আগে বাড়িতে ফেরেন জানিয়ে জেলা প্রশাসক বলেন, ‘তিনি জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলেন। পরে গত সোমবার ভোররাতে তিনি মারা যান।’

তবে দাফনের আগে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে ওইদিনই পরীক্ষার জন্য ঢাকার পাবলিক হেলথ ইনস্টিটিউটের ল্যারটেরিতে পাঠানো হয়েছিল বলেও জানান সারওয়ার মোর্শেদ চৌধুরী।

জানতে চাইলে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান বলেন, রাত ১১টার দিকে ঢাকা পাবলিক হেলথ ইনস্টিটিউট (পিএইচআই) থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। সেখান থেকে বলা হয়েছে, ‘করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি মুসলিমপাড়ায় মারা যাওয়া ব্যক্তির কোভিড-১৯ পজিটিভ ছিল।’

নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর মারা যাওয়া ওই ব্যক্তির দাফনে জড়িত ব্যক্তিদের কোয়ারেন্টিনে নেওয়াসহ তার সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান সারওয়ার মোর্শেদ চৌধুরী।

এ জাতীয় আরও খবর