রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

এক জেলা ছাড়া সারা দেশে ডেঙ্গু

news-image

স্বাস্থ্য ডেস্ক।। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী দেশের ৬৩টি জেলাতে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। সরকারি এই পরিসংখ্যান সেলের তথ্য মোতাবেক- গত ১ জানুয়ারি থেকে আজ বুধবার পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১৭ হাজার ১৮৩। রোগে আক্রন্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ১৪ জন। তবে বেসরকারি হিসাবে এ সংখ্যা তিনগুণের বেশি।

হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, ঢাকা শহর ছাড়িয়ে দেশজুড়ে এবার ডেঙ্গু ছড়িয়েছে ৬৩ জেলায়। এসব জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ৬৫৪ জন। শুধুমাত্র নেত্রকোনা থেকে এখন পর্যন্ত কোনো ডেঙ্গু রোগীর তথ্য পাওয়া যায়নি। ২০১৮ সালে ডেঙ্গু আক্রান্ত মোট রোগীর সংখ্যা ছিল ১০ হাজার ১৪৮ জন। এ রোগে আক্রান্ত হয়ে সেবার মারা গেছেন ২৬ জন। শুধু জুলােই মাসেই রোগীর সংখ্যা ছিল ৯৪৬ জন। এদের মধ্যে মারা গেছেন সাতজন।

হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম আরও বলছে, গত ২৪ ঘণ্টায় ৫৪৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ২২৭ জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ১ হাজার ৪২৭ জন। ঢাকা শহরের সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫৬৬ জন। বেসরকারি হাসপাতালগুলোতে এ সংখ্যা ৩৬২। বর্তমানে বেসরকারি হাসপাতালে রোগী ভর্তি আছেন ৪ হাজার ৯০৩ জন।

সরকারি হাসপাতালগুলোর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন ৬৫২ জন, মিটফোর্ড হাসপাতালে ৯৮ জন, ঢাকা শিশু হাসপাতালে ১৩৫ জন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ২৮১ জন, হলি ফ্যামিলি রেডক্রিসেন্ট হাসপাতালে ২৪২ জন, বারডেম হাসপাতালে ৪৪ জন, বিএসএমএমইউতে ১১২ জন, রাজারবাগ পুলিশ হাসপাতালে ১৪৮ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ২৩১ জন, বিজিবি হাসপাতালে ২৩ জন এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২৯২ জন রোগী ভর্তি আছেন।

আর বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ১৪৭ জন, ইবনে সিনা হাসপাতালে ৭৭ জন, স্কয়ার হাসপাতালে ১০০ জন, শমরিতা হাসপাতালে ২৬ জন, ল্যাবএইড হাসপাতালে ২৭ জন, সেন্ট্রাল হাসপাতালে ১০১ জন, ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ১০১ জন, সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ১০৭ জন, গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে ৩৬ জন, হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ৩১ জন, ইউনাইটেড হাসপাতালে ৯০ জন, খিদমা হাসপাতালে ২৮ জন, অ্যাপোলো হাসপাতালে ৭৪ জন, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ৬৬ জন, বিআরবি হাসপাতালে ৩৪ জন, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ৪৫ জন, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ৮৬ জন, সালাউদ্দিন হাসপাতালে ৬২ জন, পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ৪৮ জন এবং আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালে ২১ জন ভর্তি আছেন।

হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের হিসেব অনুযায়ী দেশের বিভিন্ন অঞ্চলগুলোর মধ্যে ঢাকা বিভাগের ১৪ জেলায় ২০৫ জন, ময়মনসিংহ বিভাগের ৪ জেলায় ১৮১ জন, চট্টগ্রাম বিভাগের ১১ জেলায় ১৫৭ জন, খুলনা বিভাগের ১০ জেলায় ২৬১ জন, রাজশাহী বিভাগের ৮ জেলায় ১৮৩ জন, রংপুর বিভাগের ৮ জেলায় ১২২ জন, বরিশাল বিভাগের ৬ জেলায় ৬৫ জন এবং সিলেট বিভাগের ৪ জেলায় ৫৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি আছেন।

এ জাতীয় আরও খবর