রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ডেঙ্গুতে স্বামীর মৃত্যু, স্ত্রী আইসিইউতে

news-image

নিউজ ডেস্ক।। ঢাকায় ছেলের বাসায় বেড়াতে গিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আবদুল ওয়াহেদ (৭৫) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। এবার তার স্ত্রী আকিকুন্নাহার (৬৫) ডেঙ্গু জ্বরে আক্রান্ত। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আইসিইউ’তে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়। আবদুল ওয়াহেদ আহসানগঞ্জ স্মারক বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তারা স্বামী-স্ত্রী দুজনেই ঢাকায় এক ছেলের বাসায় বেড়াতে গিয়েছিলেন।

ওয়াহেদের ছেলে আনোয়ারুল হাসান জানান, মাত্র দুই দিনের জ্বরে তাঁর বাবা গত ২৩ জুলাই ঢাকাতেই মারা গেছেন। তারা কোনো চিকিৎসা করার সুযোগই পাননি। রবিবার তাদের মা আক্রান্ত হয়েছেন। ওই দিন রাতেই তারা মাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। মঙ্গলবার তাকে আইসিইউতে নেয়া হয়।

আইসিইউর ইনচার্জ আবু হেনা মোস্তফা কামাল বলেন, ‘আকিকুন্নাহারের অবস্থা খুবই খারাপ ছিল। বুধবার একটু উন্নতি হয়েছে। তবে ডেঙ্গুর সঙ্গে সঙ্গে তার ডায়াবেটিসও আছে। এই কারণে তার অবস্থা জটিল।’

এ জাতীয় আরও খবর