রবিবার, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ ব্যাংকে ফের অগ্নিকাণ্ড

news-image

 

নিজস্ব প্রতিবেদক : মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের ১৮ তলায় ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বড় কিছু ঘটার আগেই ফায়ার সার্ভিসের টহলরত একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৬ টা নাগাদ এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. মাহফুজ জানিয়েছেন।

তিনি জানান, ব্যাংকে টহলরত ফায়ার সার্ভিসের কর্মীরাই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। কোন ক্ষয়ক্ষিতি হয়নি।

প্রসঙ্গত, এর আগে গত মার্চ মাসেও বাংলাদেশ ব্যাংক ভবনে আগুন লেগেছিল। সম্প্রতি রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ইস্যুটি সামনে চলে আসে। এর পর এটি দ্বিতীয় বারের মত আগুন লাগার ঘটনা। এর আগে আগুনে দেশের সর্বোচ্চ এই ব্যাংকের অনেক নথি পুড়ে গিয়েছিল।

এ জাতীয় আরও খবর