শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দুর্নীতি মুক্ত সেবা না দিলে কারাগারে : দুদক চেয়ারম্যান

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : দুদকের মতবিনিময় সভা দুর্নীতি মুক্ত সেবা দিতে ব্যর্থ হলে সরকারি কর্মকর্তাদের কারাগারে যেতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

বুধবার (২ আগস্ট) চট্টগ্রাম জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। দুর্নীতির অভিযোগের প্রকৃতি বিষয়ে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অবহিত করতে দুদক এই আলোচনা সভার আয়োজন করে।

দুদক চেয়ারম্যান বলেন, ‘জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে কেউ জিতে নাই। জনগণকে যে সেবা দেওয়ার কথা তা নিশ্চিত করুন। দুর্নীতিমুক্ত সেবা দিতে হবে। ব্যর্থ হলে আপনাদের (সরকারি কর্মকর্তা) জেলে যেতে হবে।’

তিনি আরও বলেন, ‘শুধু ঘুষ খাওয়া কি দুর্নীতি? অবশ্যই না। ১০ দিন ফাইল ফেলে রাখলেন এটাও দুর্নীতি। আমি স্পষ্টভাবে বলতে চাই আইন মানুন, পদ্ধতি মেনে চলুন, চাপ সহ্য করে কাজ করে যান।’

তিনি বলেন, ‘আমরা গত এক বছরে ৮টি বিভাগের ৫৫০ জনকে গ্রেফতার করেছি। অনেকে মনে করেন তারা আইনের ঊর্ধ্বে উঠে গেছেন। আমার যাদের ধরেছি, তারা এ দেশেরই মানুষ। যাদেরকে ধরেছি তারা সবাই শিক্ষিত। তাদের কেউ ব্যবসায়ী, কেউ সরকারি কর্মকর্তা।’

বিভাগী কমিশনার রুহুল আমিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় চট্টগ্রামের বিভিন্ন সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন সরকারি সংস্থার দুর্নীতির অভিযোগগুলো সবার মাঝে তুলে ধরা হয়। পরে দুদক চেয়ারম্যান বিভিন্ন সংস্থা থেকে আসা প্রতিনিধিদের কাছে তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের দুর্নীতি রোধে করণীয় বিষয়ে মতামত জানতে চান।

এ সময় জেলা প্রশাসক জিল্লুর রহমান বলেন, ‘জেলা প্রশাসনে সবচেয়ে বেশি দুর্নীতি হয় ভূমি অধিগ্রহণ (এলএ) শাখায়। এই শাখা নিয়ে আমাদের কাছে প্রায়ই অভিযোগ আসে। একজন জেলা প্রশাসক হিসেবে আমি অনেক কাজ করি, আবার আমার অনেক ত্রুটিও আছে।’

তিনি বলেন, ‘একজন মানুষ হয়রানিমুক্তভাবে, দুর্নীতিমুক্তভাবে সেবা পায় কিনা সেটা আমাদের দেখা উচিত। তৃণমূলের এমন অনেক মানুষ আছে, যারা ঊর্ধ্বতনস্থ কর্মকর্তাদের কাছে আসার প্রবেশাধিকারও পায় না।’

এ জাতীয় আরও খবর

সালমান শাহ-শাকিব খানের মতোই জয়কে টার্গেট করা হলো : স্ত্রী নীড়

মৃত্যুর দু’বছর পর ব্রুনাই থেকে ফিরছে দুই বাংলাদেশির লাশ

এক মিনিটের জন্য শেষ বিসিএসের স্বপ্ন, হাউমাউ করে কান্না

জাতীয় পার্টির কোনো রাজনীতি নেই: ফিরোজ রশিদ

গরমে সরবরাহ কম, আরও বেড়েছে সবজির দাম

পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিএনপির ৭৫ নেতা বহিষ্কার

১০ কোটি টাকার অনিয়ম, পাবনায় অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক

‘পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত’

‘মাশা আল্লাহ’ লিখে যে ‘খোঁচা’ দিলেন মুশফিক

গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী