রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ইসরাইলে টিভি চ্যানেল হ্যাক করে আযান সম্প্রচার

azan-550x367গত মঙ্গলবার ইসরাইলের দু’টি বেসরকারি টিভি চ্যানেলের সিস্টেম হ্যাক করে আযান সম্প্রচার প্রচার করা হয়। এ সময় টিভি স্ক্রিনে মসজিদুল আকসাসহ ইসলামের পবিত্র স্থানগুলোর ছবি দেখানো হয়।
আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, ইসরাইলের টিভি চ্যানেল টু এবং টেনের সম্প্রচার মঙ্গলবার রাতে ৩০ সেকেন্ডের জন্য হ্যাক করা হয়। ৩০ সেকেন্ডের এই সম্প্রচারে হ্যাকাররা, ‘ইসরাইলের সৃষ্ট অগ্নিকা- আল্লাহর একটি শাস্তির বার্তা’ বলে প্রচার করে।
উল্লেখ্য, ইসরাইল পার্লামেন্টে আইন পাসের মাধ্যমে ফজর এবং এশার আযান মাইকে প্রচার করার ওপর নিষেধাজ্ঞা বাস্তবায়ন করার প্রস্তুতি নিচ্ছে।
সূত্র: জিও টিভি নিউজ উর্দূ

এ জাতীয় আরও খবর