রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

যেভাবে বেঁচে গেলেন এই বিমান ক্রু

crewআন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের ফুটবল ক্লাব চাপেকোয়েন্স নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচ (দক্ষিণ আমেরিকার ক্লাব কাপের ফাইনাল) খেলতে যাচ্ছিলো। ওই ক্লাবের খেলোয়াড় বহনকারী বিমানটি সোমবার কলম্বিয়ায় বিধ্বস্ত হয়। শহরের পাহাড়ে ধাক্কা লেগে ধ্বংস হয়ে যায় ওই বিমানে ছিলেন ৯ ক্রু-মেম্বারসহ ৮১ জন যাত্রী। তাদের মধ্যে ওই ক্লাবটির খেলোয়াড়রা, সাংবাদিক ও ক্রুসহ ৭৬ জন যাত্রীর মৃত্যুর ঘটনা ঘটে। গুরুতর জখম অবস্থায় বেঁচে যান ছয়জন।

বেঁচে যাওয়াদের মধ্যেই একজন হলেন তুরউইন তুমিরি। তিনি ছিলেন বিমানের ক্রু-সদস্যদের মধ্যে একজন। নিজের সেইদিনের অভিজ্ঞতা ব্যক্ত করতে গিয়ে এখনো শিউড়ে ওঠেন তুমিরি।

তিনি জানান, যখন কয়েক হাজার ফুট উপর থেকে ফ্লাইট ২৯৩৩ বিমানটি মাটিতে আঁচড়ে পড়ছিল সেই মুহূর্তে গুটিসুটি হয়ে শুয়ে পড়েন তিনি। এসময় যেন আঘাত কম লাগে সেজন্য পায়ের ফাঁকে ব্যাগ নিয়েছিলেন। ফলে মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে বলের মতো গড়াতে থাকেন তিনি।

অন্যদিকে তার সহযোগী ক্রু-সদস্যরা বা যাত্রীরা অনেকেই সেই সময় সিটের উপর দাঁড়িয়ে চিৎকার করছিলেন বা কেউ বিমানের ভেতরে ছোটাছুটি শুরু করে দিয়েছিলেন। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর