শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টেস্টে দ্বি-স্তর নীতি; বাংলাদেশের পাশে ভারত!

 
স্পোর্টস ডেস্ক :টেস্ট ক্রিকেটকে জনপ্রিয় করার লক্ষ্যে দ্বি-স্তর নীতির প্রস্তাব দিয়েছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি। সেই সাথে চার দিনের টেস্ট নিয়েও কথা হচ্ছে। দুই স্তরের টেস্ট হলে র‍্যাঙ্কিংয়ে নিচের দিকে থাকা দলগুলোর জন্য আলাদা স্তরে পড়ে যাবার সম্ভাবনা দেখা দিবে। তাই শুরু থেকেই বাংলাদেশ দ্বি-স্তর নীতির বিপক্ষে অবস্থান নেয়। শ্রীলঙ্কাও বাংলাদেশের সাথে যুক্ত হয়ে এই নীতির বিরুদ্ধে অবস্থান নেয়। এদিকে এই নীতির বিরুদ্ধে নিজেদের অবস্থানের কথা জানিয়েছে ভারত।

anurag_thakur_49217

ক্রিকেটের অন্যতম প্রভাবশালী ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি অনুরাগ ঠাকুর দ্বি-স্তর নীতির পাশাপাশি চার দিনের টেস্টও নাকচ করে দিয়েছেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইএসপিএন ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাতকারে টেস্টের দুই স্তর নীতি নিয়ে বলেন, ‘আমাদের আগে জানতে হবে কিভাবে ক্রিকেটকে সাহায্য করবো। আমার মনে হয় এমন সিদ্ধান্ত (দ্বি-স্তর) থেকে আমাদের পিছু হটতে হবে।’

টেস্ট ক্রিকেটে কেন আগের মতো মানুষকে টানতে পারছে না, সেই বিষয়গুলো বিশ্লেষন করা উচিত বলে মনে করেন অনুরাগ ঠাকুর। তবে এর জন্য টেস্টকে দুই ভাগে ভাগ করার পক্ষে নন অনুরাগ। তিনি বলেন, ‘আপনার সামনে যদি কোনো স্বীকৃত ও ত্রুটি-বিচ্যুতিহীন ফরমেটেই না থাকে, তাহলে একটি খেলাকে আপনি এগিয়ে নেবেন কীভাবে? আমার মনে হয়, এই দ্বি-স্তর টেস্ট ক্রিকেটের ভাবনার মধ্যেই আমাদের প্রবেশ করা উচিত নয়। আমাদের টেস্ট ক্রিকেটের আসল সমস্যাগুলো বিশ্লেষণ করা প্রয়োজন। টেস্টের সমস্যাটা কী? এর দৈর্ঘ্য? মানুষের হাতে সময়ের অভাব? আমরা কেন টেস্টে দর্শক পাচ্ছি না? এগুলোই আসলে বিশ্লেষণ হওয়া দরকার।’

টেস্ট ক্রিকেটের সমস্যাগুলো খতিয়ে দেখে তারপর পরিকল্পনা করে সেটি সবার মাঝে আকর্ষণীয় করার পরিকল্পনা করা উচিত বলে মনে করেন অনুরাগ। তিনি বলেন, ‘ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতে টেস্ট ক্রিকেটের দর্শক কারা? তাদের গড় বয়স কত? ভারত তরুণদের দেশ। আমাদের দেশের জনগোষ্ঠীর বিরাট একটা অংশ তরুণ। এই তরুণরা টেস্ট, ওয়ানডে দেখবে নাকি টি-টোয়েন্টি এটি সম্পূর্ণ তাদের ব্যাপার। আপনার কাছে বিভিন্ন পণ্য আছে, ক্রেতাদের সিদ্ধান্ত নিতে দিন তারা কোনটা কিনবে! আমাদের উচিত টেস্ট ক্রিকেটের সমস্যাগুলো গভীরভাবে খতিয়ে দেখা।’

উল্লেখ্য, দ্বি-স্তর নীতি হলো টেস্টে ক্রিকেটের দুইটি স্তর। র‍্যাঙ্কিংয়ে থাকা প্রথম সাত দল খেলবে প্রথম স্তরে ও বাকি থাকা তিন দল এবং আইসিসি সহযোগী দুই দল নিয়ে খেলা হবে দ্বিতীয় স্তরের। এতে করে বড় দল গুলোর সঙ্গে টেস্ট খেলার পরিমাণটা কমে যাবে তলানিতে থাকা তিন দলের।

এ জাতীয় আরও খবর