সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

জেনে নিন প্রেমিকা না থাকার যত সুবিধা

20602-boroলাইফস্টাইল ডেস্ক : নিজের কোনো প্রেমিকা নেই বলে দুঃখ করেন অনেকেই। জীবনে একটা প্রেম হলো না বলে আফসোসের শেষ নেই। বন্ধুরা প্রেমিকা নিয়ে রিকসায় ঘুরছে, ফুসকা খাচ্ছে; বার্গার-চিকেন, কোল্ডড্রিংস, আইসক্রিম খেতে খেতে স্বপ্নের জাল বুনছে, সিনেমায় যাচ্ছে, আর আপনি হিংসায় জ্বলছেন! আফসোস হচ্ছে, ইস আমার যদি একজন প্রেমিকা থাকতো! কিন্তু জানেন কি, প্রেমিকা না থাকার সুবিধা? সেটা জানলে অনেকেই হয়ত ভাববেন, যাক, একা আছি, এই বেশ ভালো আছি। আসুন জেনে নিই প্রেমিকা না থাকার কয়েকটি উপকারিতা।

নিজেই নিজের সিদ্ধান্ত নেওয়াঃ-
পেশার খাতিরে শহর বদলানো বা ঘুরতে যাওয়ার সময় আপনার যদি কোনো প্রেমিকা না থাকে তাহলে চট করে সিদ্ধান্ত নিতে পারবেন। ব্যাগ নিলেন, আর চলে গেলেন। কিন্তু বান্ধবী বা প্রেমিকা থাকলে আলোচনা করতে হবে। এমনকি আপনার সিদ্ধান্ত বদলাতেও হতে পারে।

একা থাকুন, স্লিম থাকুনঃ-
ব্রিটেনে এক জরিপে দেখা গেছে, যেসব মানুষ সম্পর্কে জড়ায়, তাদের ৬২ শতাংশের ওজন ৭ কেজি পর্যন্ত বেড়ে যায়। ডেটিংয়ের সঙ্গে ওজন বাড়ার সম্পর্ক রয়েছে বলে ঐ জরিপের প্রতিবেদনে বলা হয়েছে। একা থাকলে মানুষ প্রচুর পরিশ্রম করে আর তাতে ওজনও কম থাকে, মোটা হওয়ার ভয়ও থাকে না।

লাখো সুন্দরীর ভিড়েঃ-
একা থাকলে অন্য মেয়েদের দিকে তাকানোর সময় আপনার মনে কোনো অপরাধবোধ কাজ করবে না। যার সাথে ফ্লার্ট করবেন সে-ও খারাপ ভাববে না। আর সঙ্গে যদি প্রেমিকা থাকে, আপনার দুঃসাহসই হবে না অন্য মেয়ের দিকে তাকাতে।

অফুরন্ত সময়ঃ-
যাদের প্রেমিকা আছে, তাদের জিজ্ঞেস করে দেখতে পারেন, তাদের কতজন বই পড়ার, খেলা দেখার বা মুভি দেখার সময় পান। একটা উত্তরই পাবেন, ‘সময়ই পাই না’। আর একা থাকলে নিজের ইচ্ছে মতো মুভি দেখা, গান শোনা, খেলা দেখার কত সময়!

আরামের ঘুমঃ-
‘ঘুম আসে না’- হঠাৎ বৃষ্টি’র সেই গানটার মতোই প্রেমিকদের অবস্থা। এটা সত্যিই অনেক মানুষ জানিয়েছেন যে, প্রেমে পড়লে রাতের বেশিরভাগ সময় ফোনে প্রেমিকার সঙ্গে কথা হয়, তাই ঘুম খুব কম হয়। আর যদি একা থাকেন কোনো চিন্তা-ভাবনা, ঝগড়া-ঝাটি ছাড়া নিশ্চিন্ত ঘুম। আহ, এর চেয়ে শান্তি আর কী আছে!

যেখানে কোনও চাহিদা বা আকাঙ্ক্ষা নেইঃ-
প্রতিটি সম্পর্কেই কিছু আকাঙ্ক্ষা এবং চাহিদা থাকে। আর প্রেমিকাদের অনেক চাহিদা পূরণ করতে গিয়ে প্রেমিকদের নাভিশ্বাস উঠে যায়। তাই প্রেমিকা না থাকলে আপনি বাড়াতে থাকুন আপনার ব্যাংক ব্যালেন্স বা খরচ করুন আপনার ইচ্ছে মতো। এত স্বাধীনতা আর কোথায়! আর আলো-আঁধারিতে প্রেমিকার সঙ্গে বসে যে চিকেন, বার্গার, শর্মা খাওয়ার স্বপ্ন দেখছিলেন, তার ব্যয়ভার বহনের কথা একবার ভেবেছেন কি?

এ জাতীয় আরও খবর

গণমাধ্যমকে অবশ্যই পূর্ণ স্বাধীনতা দিতে হবে-বাঞ্ছারামপুর জুনায়েদ সাকী

কারাদণ্ড থেকে খালাস গিয়াস উদ্দিন আল মামুন

ভোটের অধিকার প্রতিষ্ঠায় নেমেছে ইসি: নাসির

সালমান-আনিসুল-পলকসহ ১৬ জন নতুন মামলায় গ্রেপ্তার

‘মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত রাষ্ট্রের, মন্ত্রণালয়ের নয়’

পুলিশ, র‌্যাব, আনসারের নতুন পোশাক চূড়ান্ত

৪০ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

অন্তর্বর্তী সরকারের মেয়াদ অনির্দিষ্টকাল হতে পারে না: খন্দকার মোশাররফ

বিজিবির জন্য কেনা হচ্ছে সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল

শিক্ষা ভবনের সামনে অবস্থান নিলেন ৩৫ প্রত্যাশীরা

আজ সুইজারল্যান্ড যাচ্ছেন ড. ইউনূস

বাঞ্ছারামপুর উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উদযাপন