শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়ীয়া কসবা ও সদর উপজেলার মোট ১৯ টি ইউনিয়নের ১৮ টিতে আ”লীগ, স্বতন্ত্র প্রার্থী ১টি।

Up Electionআমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ১১টি ইউপিতে ১১২টি কেন্দ্রে সকাল ৮টা থেকে একটানা বিকাল ৪টা পর্ষন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামীলীগ, বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের ৫৪ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও সদর উপজেলার ১৯ ইউনিয়নের ১৮টিতে আওয়ামী লীগ ও একটিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। পঞ্চম দফায় শনিবার (২৮ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইউপি নির্বাচনে ভোটগ্রহণ হয়। এরপর গণনা শেষে রাতে জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিআইও-১) আব্দুল কাইয়ূম ফলাফলের বিষয়টি  নিশ্চিত করেছেন। আব্দুল কাইয়ূম  কে জানান, কসবা উপজেলার আট ইউনিয়ন ও সদর উপজেলার ১১টির মধ্যে ১০টি ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থীরা (আওয়ামী লীগ মনোনিত) চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন- কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের ইকবাল হোসেন, বাদৈর ইউনিয়নের আবু জামাল খান, মূলগ্রাম ইউনিয়নের মঈনুল ইসলাম, মেহারি ইউনিয়নের আলম মিয়া, গোপীনাথপুর ইউনিয়নের এসএমএ মান্নান, কসবা পশ্চিম ইউনিয়নের মো. মানিক মিয়া, কাইয়ূমপুর ইউনিয়নের মো. ইয়াকুব আলী ভূঁইয়া ও বায়েক ইউনিয়নের আল মামুন ভূঁইয়া। সদর উপজেলায় নির্বাচিতরা হলেন- সুহিলপুর ইউনিয়নে আজাদ হাজারী আঙুর, মজলিশপুর ইউনিয়নে মো. তাজুল ইসলাম, নাটাই (উত্তর) ইউনিয়নে হাবিবুল্লাহ বাহার, বাসুদেব ইউনিয়নে এম আলম, সুলতানপুর ইউনিয়নে লায়ন ফিরোজুর রহমান ওলিও, মাছিহাতা ইউনিয়নে আলআমিন, রামরাইল ইউনিয়নে সাহাদত খান, সাদেকপুর ইউনিয়নে একেএম আব্দুল হাই, বুধল ইউনিয়নে আব্দুল হক ও তালশহর (পূর্ব) ইউনিয়নে এনামুল হক নির্বাচিত হয়েছেন। এছাড়া সদর উপজেলার নাটাই (দক্ষিণ) ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নাজমুল হক (আনারস) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

কোটার বিষয়ে মুক্তিযোদ্ধাদের মতামত নিতে আদালতকে অনুরোধ করা হবে: মন্ত্রী মোজাম্মেল

আন্দোলনে হতাহতের সঠিক পরিসংখ্যান জানতে চায় জনগণ : মির্জা ফখরুল

সহিংসতায় আহতদের চিকিৎসা-রোজগারের ব্যবস্থা করবে সরকার : প্রধানমন্ত্রী

ঢাকায় ২০৯ মামলায় গ্রেফতার ২৩৫৭

তিন সমন্বয়ক ডিবি হেফাজতে

শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি, বক্তব্য বিকৃত করা হয়েছে : প্রধানমন্ত্রী

ঢাকা ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস

কমেছে বেশির ভাগ সবজির দাম, চড়া পেঁয়াজ-আলু-চাল

শুক্র ও শনিবার কারফিউ থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশবিরোধী অপতৎপরতা রোধে সশস্ত্র বাহিনী কাজ করে যাবে

দে‌শে কার‌ফিউ দেওয়া মা‌নে কে‌মো দেওয়া : কা‌দের সি‌দ্দিকী

মাঠে না নামায় ভেঙে দেওয়া হলো আ.লীগের ২৭ ইউনিট কমিটি