রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

আশুগঞ্জে নারী মেলা

B Baria Map Main

আশুগঞ্জ প্রতিনিধি “সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদকে না বলুন” এ শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্জে নারী মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমাবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে মহিলা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত নারী মেলা উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা সদস্য এডভোকেট ফজিলাতুন্নেছা বাপ্পী। মহিলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রেহানা মকবুলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জোৎনা চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মোঃ ছফিউল্লাহ মিয়া, সাধারন সম্পাদক আবু নাছের আহমেদ, উপজেলা নির্বার্হী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, উপেজলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য হাজী মোঃ মোবারক আলী চৌধুরী, হেবজুল বারী, হাজী মোঃ সাইদুর রহমান, মোশারফ মুন্সী, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি তসলিমা সুলতানা খানম নিশাত, উপজেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক শাহিন সিকদার, যুবলীগ নেতা ইলিয়াস আলী, আতাউর রহমান কবীর, মতিউর রহমান সরকার৤ নারী মেলায় স্থানীয় নারী উদোক্তাদের তৈরী নকশী কাথা, বিভিন্ন সামাগ্রীর নিয়ে অন্তত ১০টি স্টল বসে।

এ জাতীয় আরও খবর