রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় আ.লীগের পাঁচ বিদ্রোহী প্রার্থীকে সমায়িক বহিস্কার

Awyami-ligব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আওয়ামীলীগের পাঁচ নেতাকে দল থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।
জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আল মামুন সরকার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
বহিস্কৃতরা হলেন নাটাই (দক্ষিণ) ইউপির জেলা আওয়ামীলীগ সদস্য শাহ আলম, বুধল ইউপির সদর উপজেলা আ.লীগের সদস্য আবদুল হামিদ, সাদেকুর ইউপির ইউনিয়ন আ.লীগ নেতা বর্তমান চেয়ারম্যান ইকবাল হোসেন, রামরাইল ইউপির সদর উপজেলা আওয়ামীলীগের সম্পাদক মন্ডলীল সদস্য বর্তমান চেয়ারম্যান মশিউর রহমান ও সাবেক চেয়ারম্যান ওয়ার্ড আ.লীগের সভাপতি আবদুল গফুর।
আল মামনু সরকার বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাদের সমায়িক বহিস্কার করা হয়েছে। তিনি আরও জানান, সদর উপজেলা আওয়ামীগের সুপারিশের প্রেক্ষিতেই তাদের স্থায়ী বহিস্কারের জন্য কেন্দ্রীয় কমিটিতে চিঠি দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর