শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বায়ার্নকে হারিয়ে ফাইনালে এগিয়ে অ্যাতলেটিকো

athleticoস্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে প্রথম লেগের খেলায় দিয়েগো সিমেওনের শিষ্যরা পরাজিত করেছে পেপ গার্দিওয়ালার জার্মান চ্যাম্পিয়নদের। এদিনের ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদ ১-০ গোলে জয় পেয়েছে বায়ার্ন মিউনিখের বিপক্ষে।

বুধবার রাতে অ্যাতলেটিকোর মাঠ এস্তোদিও ভিসেন্তে কালদেরনে মুখোমুখি হয় দু’দল। ম্যাচের শুরু থেকে দুই দলই আক্রমণাত্মকভাবে খেলতে থাকে। তবে সফরকারীরা অধিকাংশ সময় বল নিজেদের দখলে রাখলেও গোলের সুযোগ স্বাগতিকরাই বেশি তৈরি করে। যার ফলস্বরূপ ম্যাচের ১১তম মিনিটে লিড নেয় স্বাগতিকরা। সাউল নিগেস সম্পূর্ণ একক নৈপুণ্যে বায়ার্নের জালে বলটি জড়াতে সক্ষম হন।

এর দুই মিনিট পরেই অবশ্য সমতায় ফেরার দারুণ একটি সুযোগ হাতছাড়া হয় বায়ার্নের। দুই দলের আক্রমণ পাল্টা আক্রমণে খেলায় উত্তেজনা ছড়িয়ে থাকলেও প্রধমার্ধে আর কোনো গোল হয়নি। ফলে স্বাগতিকরা ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধে আরও দ্বিগুণ শক্তিতে জ্বলে উঠে মাঠে নামে গার্দিওয়ালার শিষ্যরা। একের পর এক আক্রমণে অ্যাতলেটিকোর ফুটবলারদের ব্যস্ত করে রাখে বায়ার্ন। এগিয়ে যাওয়ার বেশ কযেকটি সুযোগ তৈরি হলেও তা শেষ অব্দি কাজে লাগাতে পারেননি জার্মান চ্যাম্পিয়নরা। তবে দু’দলের কেউই প্রতিপক্ষকে দ্বিতীয়ার্ধে পরাস্ত করতে ব্যর্থ হয়। দারুণ দক্ষতায় তারা একে অপরের গোল ঠেকিয়ে যান।

গার্দিওয়ালা ৬৪ ও ৭০ মিনিটে দুজন ফুটবলার বদলও করেন। কিংসলে কোমানের জায়গায় ফ্রাঙ্ক রিবেরি এবং দিয়েগো আলকান্তারেকের বদলি টমাস মুলারকে নামান। তারপরও শেষ রক্ষা হয়নি। কাঙ্ক্ষিত গোলের দেখা পাননি চ্যাম্পিয়নরা। ফলে ম্যাচ শেষে হারের তিক্ততা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে বায়ার্নকে।

এ ম্যাচে জয়ের ফলে ফাইনালে ওঠার লড়াইয়ে কিছুটা হলেও এগিয়ে রইল অ্যাতলেটিকো। আগামী মঙ্গলবার তারা ফিরতি লেগের ম্যাচে বায়ার্নের মাঠে আতিথ্য নেবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪

জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন : রাষ্ট্রপতি

রাঙামাটিতে ইউপিডিএফ কর্মীসহ দু’জনকে গুলি করে হত্যা

ওবায়দুল কাদেরের প্রশ্ন; সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে ঢুকবে কেন

ব্রাহ্মণবাড়িয়ায় লিচুর বাগান পরিচর্যায় ব্যস্ত মালিকরা, আশানুরুপ ফলনের আশা

প্রশংসার পর সমালোচনা, কানে আলোচনায় ঐশ্বরিয়া

তাইওয়ানের পার্লামেন্টে তুমুল হাতাহাতি (ভিডিও)