রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের সমালোচনায় প্রিয়াঙ্কা

18688-boroবিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রে মুসলিম অভিবাসীদের নিষিদ্ধ করতে প্রেসিডেন্ট পদে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের কঠোর সমালোচনা করেছেন বলিউড অভিনেত্রী ও জনপ্রিয় মার্কিন টেলিভিশন সিরিজ ‘কোয়ান্টিকো’ তারকা প্রিয়াঙ্কা চোপড়া।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টাইম ম্যাগাজিনের ‘টাইম হান্ড্রেড’ অনুষ্ঠানে উগ্রপন্থার বিরুদ্ধে লড়াই নিয়ে প্রিয়াঙ্কা নিজের অভিমত ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্পের প্রতি ইঙ্গিত করে প্রিয়াঙ্কা বলেন, ‘আমি মনে করি, আপনি কারো ওপরই নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন না। এক শ্রেণির মানুষকে আলাদাভাবে দেখার বিষয়টি সত্যিই সেকেলে।’

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ এতো জটিল হয়ে পড়েছে যে আপনি এখন চাইলেই এর একটি আকার দিতে পারেন না।’

কোয়ান্টিকো সিরিজে এফবিআই এজেন্ট অ্যালেক্স প্যারিসের ভূমিকায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা, যেখানে প্রতিনিয়ত তাকে লড়তে হয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনেও সন্ত্রাসবাদের প্রসঙ্গটি বারবার ঘুরে ফিরে আসছে।

এ জাতীয় আরও খবর