শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বিপদ কাটেনি শারাপোভার

sharapovaস্পোর্টস ডেস্ক : ‘মারিয়া শারাপোভার নিষেধাজ্ঞা কি উঠে যাচ্ছে?’—দুদিন ধরে আন্তর্জাতিক টেনিসে আলোচিত প্রশ্ন ছিল এটি। যে নিষিদ্ধ ড্রাগ নেওয়ার দায়ে নিষিদ্ধ শারাপোভা, সেই মেলডোনিয়ামের কারণে নিষিদ্ধ অ্যাথলেটদের ক্ষেত্রে ১ মার্চের পর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার সুযোগ যে করে দিয়েছে আন্তর্জাতিক অ্যান্টি ডোপিং অ্যাজেন্সি (ওয়াডা)। তবে রুশ টেনিস কন্যার জন্য দুঃসংবাদ, বিপদ সম্ভবত এত সহজে কাটছে না। আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (আইটিএফ) জানিয়েছে, ওয়াডার ঘোষণার পরও মেলডোনিয়াম নেওয়ার কারণে শুনানির মুখোমুখি হতে হবে শারাপোভাকে।

সময়টা এমনিতেই খুব একটা ভালো যাচ্ছে না শারাপোভার। গত অস্ট্রেলিয়ান ওপেনের সময় ডোপ পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন শারাপোভা। এরপর থেকেই টেনিসে নিষিদ্ধ। তার ওপর স্পনসররাও মুখ ফিরিয়ে নিচ্ছিল ২৮ বছর বয়সী রুশ তারকার দিক থেকে। ম্লান সময়টাতে একটু হাসির উপলক্ষ এনে দিয়েছিল দুদিন আগের ওয়াডার নোটিশটি—মেলডোনিয়াম নেওয়ার কারণে ১ মার্চের আগে নিষিদ্ধ অ্যাথলেটরা তাঁদের নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার সুযোগ পেতে পারেন। কারণ? মেলডোনিয়াম ঠিক কত দিন শরীরে প্রভাব রাখে, সে ব্যাপারে নিশ্চিত হতে পারছিল না ওয়াডা।

এই নোটিশ শারাপোভার মুখে হাসি এনে দিতে পারত, কিন্তু সেই হাসির রেখা ফুটে উঠতে না উঠতেই মিলিয়ে গেল আইটিএফের নোটিশে। বুধবার টেনিসের অভিভাবক সংস্থাটি জানিয়েছে, শারাপোভার শুনানি তবু চলবে, ‘মেলডোনিয়ামের বিষয়ে ওয়াডার নোটিশের আলোকে আইটিএফ নিশ্চিত করছে যে মারিয়া শারাপোভার ওপর চলতে থাকা টেনিস অ্যান্টি-ডোপিং প্রোগ্রাম মামলা চলতে থাকবে। ওয়াডার নির্দেশনা অনুযায়ী শুনানিও চলবে। অ্যান্টি ডোপিং প্রোগ্রামের গোপনীয়তা রক্ষার স্বার্থে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ ব্যাপারে আর কোনো বিবৃতি দেবে না আইটিএফ।’ স্টাফ নিউজিল্যান্ড।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪

জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন : রাষ্ট্রপতি

রাঙামাটিতে ইউপিডিএফ কর্মীসহ দু’জনকে গুলি করে হত্যা

ওবায়দুল কাদেরের প্রশ্ন; সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে ঢুকবে কেন

ব্রাহ্মণবাড়িয়ায় লিচুর বাগান পরিচর্যায় ব্যস্ত মালিকরা, আশানুরুপ ফলনের আশা

প্রশংসার পর সমালোচনা, কানে আলোচনায় ঐশ্বরিয়া

তাইওয়ানের পার্লামেন্টে তুমুল হাতাহাতি (ভিডিও)