শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গলায় মাছের কাটা আটকে গেলে কি করবেন?

 

 

লাইফস্টাইল ডেস্ক : রূপকথার গল্পে পড়েছিলাম বাঘের গলায় মাংসের হাড় বিঁধেছিল। কি ভোগান্তিই না পোহাতে হয়েছিলো বেচারা বাঘকে। ঠিক তেমনই দুরবস্থা হয় গলায় মাছের কাটা বা এ জাতীয় কিছু বিঁধলে। মাছের কাঁটা বিঁধলেই বোঝা যায়, এত ছোট একটা জিনিস কতটা ভোগাতে পারে। খাবার খাওয়ার সময় অসাবধানতা বশত কাঁটা বিঁধে গলায়।

kata-md20150527174230

এতে গলাব্যথা হয়, বুক ও পেটেও ব্যথা হয় অনেক সময়। কাঁটা সরে যাওয়ার আগ পর্যন্ত অস্বস্তি থেকে যায়। চটজলদি জেনে নিন গলায় কাঁটা সরানোর কিছু উপায়-

১. বাদাম চিবান
মুখ ভরে বাদাম নিন। এটি হতে পারে চিনাবাদাম, কাঠবাদাম বা কাজুবাদাম। ভালো করে বাদাম চিবিয়ে গিলুন। এর পর পানি পান করুন। এটি গলার কাঁটা দূর করতে কাজ করবে।

 

২. রুটি খান
শুকনো পাউরুটি খেতে পারেন কাঁটা দূর করতে। মুখ ভরে পাউরুটি নিন, একে চিবিয়ে খান। এর পর পানি পান করুন।

 

৩. লবণযুক্ত পানি
পানির মধ্যে সামান্য পরিমাণ লবণ গুলে খান। এতে গলার কাঁটা নরম হবে এবং ধীরে ধীরে তা বেরিয়ে যাবে।

 
৪. জলপাইয়ের জুস
জলপাই পানি দিয়ে ফুটান। পানীয়টি গরম গরম থাকতে খান। কাঁটা নরম হয়ে গলা থেকে নেমে যাবে।

৫. ভাত খান
ভাত ছোট ছোট বল করে খান। তবে ভাতের সঙ্গে আর কিছু মেশাবেন না। এটি কাঁটা দূর করার একটি চমৎকার পদ্ধতি।

৬. কলা খান
কাঁটা দূর করতে একটি ব্ড় কলা খান। কলা খেতে খেতে কাঁটা নেমে যাবে।

এ জাতীয় আরও খবর