রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রথম ম্যাচে নামার আগেই ধাক্কা খেল গম্ভীরের কলকাতা। কিন্তু কেন?

স্পোর্টস ডেস্ক : কলকাতা নাইট রাইডার্স দুর্বল হয়েই খেলতে নামছে প্রথম ম্যাচ। আজ, রবিবার ইডেন গার্ডেন্সে নামছে শাহরুখ খানের দল। আর মাঠে নামার আগেই ধাক্কা খেয়েছে গৌতম গম্ভীরের ব্রিগেড।কলকাতা নাইট রাইডার্স দুর্বল হয়েই খেলতে নামছে প্রথম ম্যাচ। আজ, রবিবার ইডেন গার্ডেন্সে নামছে শাহরুখ খানের দল। আর মাঠে নামার আগেই ধাক্কা খেয়েছে গৌতম গম্ভীরের ব্রিগেড। সুনীল নারাইনকে ছাড়াই আজ খেলতে নামতে হবে কলকাতাকে। আর সুনীল নারাইনের মতো রহস্য বোলার না-থাকা মানে তো ব্যাকফুটে কলকাতাই। আর সেটাই হচ্ছে।

Sunil-Narine-Kolkata_3212998
দিনকয়েক আগেই আইসিসি সবুজ সংকেত দিয়েছে নারাইনকে। আন্তর্জাতিক ক্রিকেট খেলতে আর সমস্যা নেই এই ক্যারিবিয়ান স্পিনারের। কিন্তু তার পরেই যে উলটপুরাণ। সবাই ধরেই নিয়েছিলেন নারাইনকে পেয়ে কলকাতার শক্তি বেড়ে গিয়েছে। দিল্লি ডেয়ারডেভিলস নারাইন রহস্য ভেদ করতে পারবে কিনা, তা নিয়ে ছিল সন্দেহ। কিন্তু গম্ভীর জানিয়ে দিয়েছেন, প্রথম ম্যাচে পাওয়া যাবে না সুনীল নারাইনকে। পিতৃবিযোগ হয়েছে নারাইনের। বাবার শেষকৃত্যে যোগ দিতে ওয়েস্ট ইন্ডিজ যেতে হয়েছিল নারাইনকে। তাঁর মনও ভাল নেই। কলকাতার সিইও বেঙ্কি মহীশূর বলেছেন, ‘‘পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে নারাইনকে সময় দিতে হবে।’’ দ্বিতীয় ম্যাচ থেকে নামবেন নারাইন। প্রথম ম্যাচে অবশ্য আন্দ্রে রাসেলকে খেলাবে বলে স্থির করেছে কলকাতা।

এ জাতীয় আরও খবর