আবারও দাম বাড়লো রসুন ও ডালের!
নিজস্ব প্রতিবেদক : এক মাসের ব্যবধানে ডালের দাম বেড়েছে ১৬ দশমিক ২২ শতাংশ। স্থান ভেদে এটি কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। এছাড়া বড় দানার মসুর ডালের দাম ৯০-৯৫ টাকার মধ্যে থাকলেও শুক্রবার তা বেড়ে দাঁড়িয়েছে ১০০ টাকা থেকে ১১৫ টাকা।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সূত্রে জানা গেছে, আমদানি করা রসুনের দাম বাড়লেও এবার সেই সাথে দেশি রসুনের দামেও প্রভাব পড়েছে। প্রতিকেজি দেশি রসুনের দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। গত সপ্তাহে দেশি রসুনের মূল্য ৬০-৮০ টাকা থাকলেও শুক্রবার রাজধানীর খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকায়। এছাড়া আমদানি করা প্রতিকেজি রসুন বিক্রি হচ্ছে ১৯০ টাকা থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে।এদিকে দাম বাড়ার কারন হিসেবে গত সপ্তাহে দু’একদিনের বৃষ্টির অজুহাত দেখিয়েছে খুচরা বিক্রেতারা।