রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সরাইলে গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ-৯

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : 333333সরাইলে গ্যাস সিলিন্ডারের আগুনে একই পরিবারের দুইজন সহ দগ্ধ হয়েছে ৯ জন। আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে ঢাকায় পাঠানো হয়েছে। পরিবারের লোকজন বলছে গ্যাস সিলিন্ডারের উপরের অংশে ছিদ্র থাকায় গ্যাস বেরিয়ে সমগ্র ঘরে ছড়িয়ে ছিটিয়ে ছিল। গত শুক্রবার সন্ধ্যায় সরাইল সদর ইউনিয়নের কুট্রাপাড়া গ্রামের পান্ডবের হাটি এলাকায় মধ্যপ্রাচ্য প্রবাসী রাসেল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটেছে। প্রবাসীর পরিবার ও প্রত্যক্ষদর্শী দগ্ধ ব্যক্তিরা জানায়, রাসেল মিয়া থাকেন সৌদী আরবে। বাড়িতে আছে তার স্ত্রী ও এক কন্যা শিশু। তাদের বসতঘর চারিদিকে দেওয়াল বেষ্টিত উপরে টিনের চালা। তারা রান্নার কাজে দীর্ঘদিন ধরে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে আসছে। ঘরের এক পাশে রান্না ঘর। শুক্রবার সন্ধ্যায় রাসেলের স্ত্রী শিউলী বেগম (২৮) রান্নাঘর সংলগ্ন খোলা আকাশের নীচে মাটির তৈরী ছুলায় (আঞ্চলিক ভাষায় পাহাল) লাকড়ি দিয়ে রান্না করছিলেন। এ সময় রান্না ঘরের দরজা খোলা ছিল। হঠাৎ করে লাকড়ির ছুলার আগুন শব্দ করে লাফ দিয়ে রান্না ঘরের ভেতরে ছড়িয়ে যায়। কয়েক সেকেন্ডের মধ্যে সেই আগুন তাদের পুরো বসত ঘরে ধাউ ধাউ শব্দে ছড়িয়ে পড়ে। শিউলী বেগম ও তার কন্যার আর্তচিৎকারে প্রতিবেশীরা দৌড়ে আসেন। তারা আগুন নেভানোর জন্য ঘরের ভিতরে ঢুকে পড়েন। তারাও অগ্নিদগ্ধ হয়ে কাতরাতে থাকেন। গ্রামবাসী এসে তাদেরকে উদ্ধার করেন। ততক্ষণে অগ্নিদগ্ধ হয়ে আহত হয় গৃহকর্তী শিউলী বেগম ও তার একমাত্র শিশু কন্যা সায়মা বেগম (১২)। আগুনের তান্ডবে ঘরের ফ্রিজ, ফার্নিশার্স, বিদ্যুতের ফ্যান, বাল্ব, তার সহ সকল আসবাবপত্র পুড়ে ছাঁই হয়ে যায়। প্রতিবেশীদের মধ্যে দগ্ধ হয়েছেন জরিনা বেগম (৩০), তাছলিমা বেগম (০৭), রতন মিয়া (২৫), মোঃ এখলাছ (২২) ও ইয়ামিন। তাদেরকে চিকিৎসা করেছেন জেলা সদর হাসপাতালের বার্ণ ইউনিটের ডাঃ মোঃ নিজাম উদ্দিন। গুরুতর আহত অবস্থায় আবুল কালাম (২৫) ও মোঃ ইব্রাহিম (১৮)  কে সরাইল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সরাইল হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ আনাস ইবনে মালেক বলেন, কালাম ও ইব্রাহিমকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠানো প্রয়োজন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে হাজির হন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা।