শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আগামী নির্বাচনে সরাইলে কোন ধরনের কারচুপি বরদাস্ত করা হবে না-জিয়াউল হক মৃধা

20160305_172815ব্রাহ্মণবাড়িয়া-২ সরাইল-আশুগঞ্জ আসনের সংসদ সদস্য ও জাতিয় পার্টির ক্রেন্দ্রীয় ভাই চেয়ারম্যান, বিশিষ্ট লেখক এডভোকেট জিয়াউল হক মৃধা বলেছেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরাইলে কোন ধরনের কারচুপি বরদাস্ত করা হবে না। এখানে জনগন নির্বিঘেœ ভোটের মাধ্যমে তাদের পছন্দের লোককে জনপ্রনিধি নির্বাচিত করবেন।
তিনি আরও বলেন, খালেদা জিয়া উপজেলা পরিষদ ব্যবস্থা বাতিল করে দিয়ে সারা দেশের উপজেলা গুলোকে বিধবা করে দিছেন। তাই ভবিষ্যতে বিএনপি আর ঘুরে দাড়াতে পারবে না। তিনি এরশাদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে আগামীতে কঠোর আন্দোলনের ঘোষনা দেন। তিনি গতকাল শনিবার বিকেলে সরাইলের চুন্টা সেনবাড়ী মুক্তমঞ্চে চ্ন্টুা ইউনিয়ন জাতীয় পার্টি আয়োজিত সরাইলে কয়েক শত লোক জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
চুন্টা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ বাহার মিয়ার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবদুল হামিদ ভাষানী, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মোঃ রহমত হোসেন, সরাইল উপজেলা চাতাল কল মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান, আশুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক জহিরুল হক মাষ্টার, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ হুমায়ুন কবির, যুগ্ম সদস্য সচিব জিয়াউর রহমান লাভলু প্রমূখ। অনুষ্ঠানে বিশিষ্ঠ ব্যক্তিত্ব মোঃ জাহাঙ্গীর মিয়ার নেতৃত্বে কয়েক’শ লোক সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধার হাতে ফুলদিয়ে জাতীয় পার্টিতে যোগদান করে।
প্রধান অতিথি নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, ৬৮ হাজার গ্রাম বাংলার প্রান পুরুষ এরশাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের পরিবারে প্রবেশ করায় চুন্টার জনগনকে ধন্যবাদ জানায়। আমি তাদের কাছে কৃতজ্ঞ।
এরশাদ পরিবারের নতুন সদস্য জাহাঙ্গীর মিয়া বলেন, নির্বাচন নয়। নয় বছরের সফল রাষ্ট্র নায়ক পল্লী বন্ধু হোসাইন মুহাম্মদ এরশাদের আদর্শ ও ভালবাসা চুন্টার প্রতিটি ঘরে পৌঁছে দিয়ে জাতীয় পার্টিকে শক্তিশালী করা। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুন্টা ইউপি যুব সংহতির সভাপতি মোঃ জালাল মিয়া।

এ জাতীয় আরও খবর