শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সরাইলে শিক্ষক দম্পত্তির ছেলেকে জিম্মি করে মহাসড়কে ডাকাতি, আহত-৩

images (26)সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : বিয়ের দাওয়াতে যাওয়ার পথে ডাকাতের কবলে পড়েন শিক্ষক দম্পত্তি। তাদের ছেলে রুদ্র (১৬) কে জিম্মি করে চালায় লুটের তান্ডব। মহাসড়কের উপর ডাকাত দলের সাথে বিশ মিনিট লড়াই করেন শিক্ষক রফিকুল ইসলাম, মানিক (৪৫)। রক্তাক্ত অবস্থায় স্ত্রীকে সাথে নিয়ে সড়কে দাঁড়িয়ে চিৎকার করে সহায়তা চেয়েছেন তিনি। অথচ সড়কে টহল পুলিশও ছিল। কিন্তু তাদেরকে রক্ষায় কেউ এগিয়ে আসেনি। নির্বিঘেœ ডাকাতরা তাদেরকে কূপিয়ে জখম করে গলায় ছুঁড়া ধরে সর্বস্ব লুটে নিয়ে গেছে। কূপিয়ে আহত করে গেছে চালকসহ ৩ জনকে। ঘটনার ১৫-২০ মিনিট পর ঘটনাস্থলে পুলিশ এসে টর্চ টিপে পরিদর্শন করতে দেখা যায়। ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের ইসলামাবাদ ও বাড়িউড়ার মাঝামাঝি স্থানে গত বৃহস্পতিবার রাত ৮টা ২৫ মিনিটে এ ঘটনা ঘটেছে। ডাকাতের কবলে পড়া শিক্ষক ও সিএনজি চালক জানায়, বৃহস্পতির্বা রাতে শাহবাজপুরে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম। তার সাথে স্ত্রী শাহবাজপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা খালেদা আফরোজ (৩৬)। দুই ছেলে রুদ্র ও রুপম (১০)। তাদের বহনকারী সিএনজি অটোরিকশাটি ইসলামাবাদ পাড় হওয়ার পরই মহাসড়কে গাছ ফেলে গতিরোধ করে মুখোশধারী ১৫-২০ জনের সংঘবদ্ধ একদল ডাকাত। ডাকাতরা প্রথমে বিভিন্ন অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের জিম্মি করে ফেলে। পরে শিক্ষকের গলায় ছুঁড়া ধরে বড় ছেলে রুদ্রকে জিম্মি করে পাশের খাদের অন্ধকার জায়গায় নিয়ে যায়। ছেলেকে উদ্ধারের চেষ্টা করলে সড়কের উপরে শিক্ষকের সাথে ডাকাতদের হাতাহাতির ঘটনা ঘটে। ডাকাতরা রামদা, কিরিজ, চাপাতি ইত্যাদি দিয়ে এলোপাতাড়ি কূপিয়ে শিক্ষক মানিককে গুরুতর আহত করে। মানিক মাটিতে পড়ে যায়। স্বামীকে রক্ষা দৌড়ে যান স্ত্রী খালেদা। তখন ডাকাতরা খালেদার কানের আধা ভরি ওজনের স্বর্ণালঙ্কার, হাত ব্যাগ, শিক্ষকের পকেটের টাকা ও মুঠোফোন সেট সহ প্রায় ৩০-৩৫ হাজার টাকার মালামাল লুটে নেয়। জিম্মি হওয়া ছেলেকে ডাকাতের কবল থেকে উদ্ধার ও তাদের রক্ষায় এগিয়ে আসার জন্য আর্তচিৎকার করতে থাকেন। কিন্ত ২০-১৫ মিনিট সময়ের মধ্যে পুলিশ বা সাধারন মানুষ কেউ এগিয়ে আসেননি। কিছুক্ষণ পর অন্ধকার থেকে রক্তাক্ত অবস্থায় চিৎকার করে বেড়িয়ে আসে তাদের ছেলে রুদ্র। তারা সকলে দৌড়ে চলে যায় আধা কিলোমিটার দূর বাড়িউড়া বাজারে। শিক্ষক রফিকুল ইসলাম বলেন, ২০-২৫ মিনিট ডাকাতদের সাথে হাতাহাতি করে চিৎকার করলাম। কাউকে দেখিনি। কেউ এগিয়েও আসেনি। অথচ আহত অবস্থায় বাড়িউড়া থেকে আসার সময় দেখি পুলিশ টর্চ টিপে ঘটনাস্থল পরিদর্শন করছে। আহত হয়ে রাতেই সরাইল হাসপাতালে চিকিৎসা নেন শিক্ষক রফিকুল ইসলাম, চালক শাহাবির (৩০)। আর অবস্থা গুরুতর হওয়ায় রুদ্রকে হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটে আসেন স্থানীয় সংসদ সদস্য ও ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। তিনি ঘটনা শুনেন ও শিক্ষক সহ আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন। সন্ধ্যার পর থেকেই মহাসড়কে টহলের কথা স্বীকার করে এ এস আই শেখ ফরিদ বলেন, ঘটনার সময় আমরা বাড়িউড়া বাজারের পূর্ব পাশে ছিলাম। ওরা সিএনজি ছিনতাই করতে চেয়েছিল। দৌঁড়ে এসে কাউকে পায়নি। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ আবদুল হক বলেন, এটা ডাকাতি নয়। কিছু দুস্কৃতকারী ওই শিক্ষককে মারধর করেছে। আর তার স্ত্রীর কানের অলঙ্কার নিয়ে গেছে। এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি।

এ জাতীয় আরও খবর