রবিবার, ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ করে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ

Pic Brahmanbariaব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজাকার পুত্র মো:ফারুক মিয়কে আওয়ামী লীগের মনোনয়ন দেয়ার প্রতিবাদে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মুক্তিযোদ্ধা সংসদ, গণজাগরণ মঞ্চ ও নারী জোট ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। আজ শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল-বিশ্বরোড মোড়ে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদ সন্তানের কমান্ডার মেহেদী হাসান, গণজাগরণ মঞ্চের আহ্বায়ক জিয়া কার্দার লিয়ন, সরাইল উপজেলা মুক্তিযেদ্ধা সংসদের কমান্ডার ইসমত আলী প্রমুখ।
এদিকে মানববন্ধন চলাকালে বিক্ষোভকারীরা ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এর ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ বিক্ষোভকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে দুপুর সাড়ে ১২টার দিকে যানচলাচল স্বাভাবিক হয়।

এ জাতীয় আরও খবর