রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

নাসিরনগরে বিনা সরিষা-৪ এর শস্য কর্তন অনুষ্ঠান

Nasirnagar Picture(Sorisa Korton)আকতার হোসেন ভুইয়া ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে পূর্বভাগ ইউনিয়নের পূর্বভাগ কৃষি ব্লকে আজ সোমবার বিনা সরিষা-৪ এর শস্য কর্তন অনুষ্ঠিত হয়। পূর্বভাগ গ্রামে সুভাষ দেবনাথের জমিতে বিনা সরিষা-৪ এর শস্য কর্তন অনুষ্ঠানে বিনা সরিষা কেটে এর উদ্বোধন করেন কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের(বিনা) বৈজ্ঞানিক কর্মকর্তা আবদুর রাকিব। উপজেলা কৃষি কর্মকর্তা মুন্সী তোফায়েল হোসেনের সভাপতিত্বে শস্য কর্তন অনুষ্ঠানে সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুল হান্নান, সাংবাদিক আকতার হোসেন ভুইয়া, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুমন সরকার,কৃষক সুভাষ দেবনাথসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পূর্বভাগ গ্রামের কৃষক সুভাষ দেবনাথ ৪০ বর্গ মিটার(এক শতক) জমিতে আবাদ করা বিনা সরিষা-৪ এর খাটো জাতের শস্য কতর্ন করা হয়। কৃষক সুভাষ দেবনাথ জানান,প্রথমবারের মত বিনা চাষে সরিষা আবাদ করে সাফল্য পেয়েছেন । তাছাড়া বিনা চাষে সরিষা আবাদ করায় চাষের খরচ বেঁচে যাচ্ছে, উৎপাদন খরচও কমে আসছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মুন্সী তোফায়েল হোসেন জানান, এবছর উপজেলায় পরীক্ষামূলকভাবে বিনা সরিষা-৪ এর খাটো জাতের আবাদ করা হলেও ফলন ভাল হয়েছে। ফলন ভাল হওয়ায় এলাকার কৃষকরা বিনা চাষে সরিষা আবাদে আগ্রহ প্রকাশ করেছে।
বৈজ্ঞানিক কর্মকর্তা আবদুর রাকিব জানান কুমিল্লা অঞ্চলের সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এ অঞ্চলে কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য আমরা কাজ করে যাচ্ছি। বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউট উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাতের বীজ ও আধুনিক কৃষি প্রযুক্তি কৃষকের কাছে পৌঁছে দিচ্ছি। চলতি রবি মৌসুমে নাসিরনগর উপজেলার পূর্বভাগ গ্রামের কৃষক সুভাষ দেবনাথ বিনা সরিষা-৪ এর খাটো জাতের সরিষা আবাদ করে লাভবান হচ্ছেন। এ সরিষা চাষ অত্যন্ত লাভ জনক। আগামীতে এ অঞ্চলের কৃষক এ জাতের সরিষা আবাদে ঝুকে পড়বেন বলে আমি বিশ্বাস করি।

 

এ জাতীয় আরও খবর

পেঁয়াজের দাম দ্বিগুণ, সরকারকে বেকায়দায় ফেলার চক্রান্ত!

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তানের রাজধানী

‘ট্রাম্প-শি-মোদি ধাক্কা দিয়ে কিছু করে যাবে না, আমাদের করতে হবে’

ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি

আগামী নির্বাচন দেশের ইতিহাসে সর্বোত্তম হবে: প্রধান উপদেষ্টা

ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

শরীরে অস্বস্তি নিয়ে হাসপাতালে ভর্তি, কী হয়েছে সৃজিতের?

গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

সিরিয়া থেকে এক হাজার সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

কঙ্গোতে নৌকা উল্টে নিহত অন্তত ১৪৮

নিজের বাড়ির সামনেই ভেসে উঠল সেই শিশুর মরদেহ

‘একমত চিহ্নিত করেছি, জাতির আকাঙ্ক্ষায় জাতীয় সনদ তৈরি হবে’