শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

মাহফুজ আনামের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় মামলা

1454857219মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে এবার ব্রাহ্মণবাড়িয়ায় ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের চতুর্থ আদালতে জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বিজয় কৃষ্ণ মল্লিক বাদী হয়ে ১০ কোটি টাকার এ মামলা করেন।মামলায় ব্রাহ্মণবাড়িয়া শহরের চারজন বাসিন্দাকে সাক্ষী করা হয়েছে। তারা হলেন, শহরের পৈরতলা এলাকার এম. সাইদুজ্জামান আরিফ (৪৫), কাজিপাড়ার কাজী খোকন (৩৮), আবদুল জব্বার মামুন (৩৭) ও পাইকপাড়ার মফিজুল হক ভূইয়া (৪৪)।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরাফ উদ্দিন আহ্মেদ মামলাটি ৫০০ ও ৫০১ ধারায় আমলে নিয়ে মাহফুজ আনামের প্রতি সমন জারি করে আগামী ৩০ মার্চ সমন প্রতিবেদন প্রাপ্তির জন্য তারিখ নির্ধারণ করেন আদালত।
মামলা সূত্রে জানা যায়, গত ১/১১ এর সময় ডেইলি স্টার পত্রিকায় বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট, বিভ্রান্তিমূলক, উদ্দেশ্যমূলক, পরিকল্পিত, ফরমায়েশি ও মানহানিকর সংবাদ প্রকাশ করে তাকে কারাবরণের প্রেক্ষাপট তৈরি করেন।
এর ফলে শেখ হাসিনাকে দীর্ঘ সময় কারাগারে অন্তরীণ থাকতে হয়। এতে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সভানেত্রী শেখ হাসিনাসহ বাদীর প্রভূত ক্ষতি ও মানহানি হয়েছে। এই ক্ষতি ও মানহানি আর্থিক পরিমাণ প্রকাশে অপরিসীম হলেও আইনি প্রতিকার বাস্তবায়নে ও কাঠামোতে যার পরিমাণ কমবেশি ১০ কোটি টাকা হবে বলে মামলার এজহারে উল্লেখ করেন বাদী।
মামলার বাদীপক্ষের আইনজীবী লিটন দেব  জানান, আদালত মামলাটি আমলে নিয়ে ৩০ মার্চ মামলার একমাত্র আসামি মাহফুজ আনামকে স্বশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪

জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন : রাষ্ট্রপতি

রাঙামাটিতে ইউপিডিএফ কর্মীসহ দু’জনকে গুলি করে হত্যা

ওবায়দুল কাদেরের প্রশ্ন; সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে ঢুকবে কেন

ব্রাহ্মণবাড়িয়ায় লিচুর বাগান পরিচর্যায় ব্যস্ত মালিকরা, আশানুরুপ ফলনের আশা

প্রশংসার পর সমালোচনা, কানে আলোচনায় ঐশ্বরিয়া

তাইওয়ানের পার্লামেন্টে তুমুল হাতাহাতি (ভিডিও)