রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে ইউপি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১০

Attack Logoব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আওয়ামীলীগ চেয়ারম্যান প্রার্থীদের মনোয়নের কাউন্সিল চলাকালে তেজখালী ইউনিয়নের মনোনয়ন প্রত্যাশী ২ প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় তেজখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী ফাইজুর রহমান ফাজিলসহ তার ১০ কর্মী সমর্থক আহত হয়েছেন। উপজেলা পরিষদ ভবনের দোতলায় এই ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার ৯টি ইউয়িনের চেয়ারম্যান পদে আওয়ামীলীগের একক প্রার্থী নির্বাচনের জন্য গতকাল সোমবার কাউন্সিলের দিন নির্ধারণ করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিতিতে কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিল চলাকালে তেজখালী ইউনিয়নের আওয়ামীগের চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী গাজী ফাইজুর রহমান ফাজিল ও ডা. তাজুল ইসলামের সমর্থকদের মধ্যে উপজেলা পরিষদ ভবনের দ্বিতীয়তলায় সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বর্তমান চেয়ারম্যান ফাইজুর রহমান ফাজিলসহ তার ১০ কর্মী সমর্থক আহত হয়। আহতরা হলেন গাজী আক্তার (২৫), গাজী খলিল (২৪), গাজী রায়হান (২০), মনির হোসেন (৩৫), জসিম মিয়া (৩২), ইকবাল (৪২), জামাল (৩২), আসলাম (২৮), ইমান হোসেন (৩৫) আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বাঞ্ছারামপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কামরুজ্জামান তালুকদার জানান, দুপুরে তেজখালী ইউনিয়নের ২ চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ জাতীয় আরও খবর