রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারত-বাংলাদেশ যৌথভাবে উদযাপন করবে আন্তঃজার্তিক মাতৃভাষা দিবস

border hat_31298কসবা উপজেলা সংবাদদাতা : ভারত বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার কমলাসাগর এবং বাংলাদেশের ব্রাহ্মাণবাড়িয়ার কসবা উপজেলার তারাপুর সীমান্ত হাটে দুই দেশ যৌথ ভাবে উদযাপন করবে ২১ ফেব্রুয়ারি আন্তঃজার্তিক মাতৃভাষা দিবস।
গতকাল রোববার (১৪ ফেব্রুয়ারি) সীমান্ত হাটের সম্মেলন কক্ষে দু‘দেশের প্রশাসনিক কর্মকর্তাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন; কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আরিফুল ইসলাম, বিজিবির কম্পানী কমান্ডার সুবেদার আবু ছাইদ। ভারতের পক্ষে উপস্থিত ছিলেন, সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রট (এডিএম) দিলীপ কুমার চাকমা কসবা সীমান্ত হাট গত বছরের ৬ জুন ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী দু‘দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসেন। ওই দিন প্রধান মন্ত্রী শেখ হাসিনার কার্যালয় থেকে ফলক উম্মোচন করে এ হাটের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশে প্রধান মন্ত্রী শেখ হাসিনা। ওই বছরের ১১ জুন থেকে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার হাট বসে। এ বছরের ২৪ জানুয়ারি থেকে প্রতি রোববার বসছে এ হাট। সীমান্ত হাট সূত্রে জানা গেছে; সীমান্তের ২০৩৯ পিলারের কাছে কসবা পৌর এলাকার তারাপুর এবং ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার কমলাসাগর এলাকায় দু‘দেশের সমপরিমান ১ একর ৫০ শতক জায়গায় সীমান্ত হাট নির্মাণ হয়েছে। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আরিফুল ইসলাম বলেন; দু‘দেশের একই ভাষার মানুষের ভালবাসার বন্ধন সুদৃঢ় করার জন্য আগামী ২১ ফেব্রুয়ারি আন্তঃজার্তিক মাতৃভাষা দিবস সীমান্ত হাটে দু‘দেশ যৌথ ভাবে পালনের সিদ্ধান্ত হয়েছে। যৌথ ভাবে দুই দেশ অনুষ্ঠানের আয়োজন করবেন। অনুষ্ঠানের মধ্যে রয়েছে যৌথ ভাবে দু‘দেশের আলোচনাসভা এবং দুই বাংলার মানুষের সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ জাতীয় আরও খবর