শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া মধ্যরাতের মামলা : ৪৪ বিএনপি নেতাকর্মী আসামি

160112091217_brahmanbaria_640x360_bbc_nocredit_112250_112367

নিজস্ব প্রতিবেদকমামলা হলো মধ্যরাতে। সেই মামলায় আসামি করা হয়েছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ৪৪ নেতাকর্মীকে। এ মামলার
অজ্ঞাত আসামি আরও দুই-আড়াইশ জন। যদিও ঘটনার পর থেকেই বলা হচ্ছে, প্রথম দিন মাদরাসা ছাত্রদের সঙ্গে ব্যবসায়ী, পুলিশ এবং যুবলীগ-ছাত্রলীগের যৌথ সংঘর্ষ হয়েছে। মাদরাসা ছাত্র নিহতের ক্ষোভে পরদিন তাণ্ডব চালিয়েছে মাদরাসার ছাত্ররা। তাদের সঙ্গে সাধারণ লোকজনকেও দেখা গেছে। দুদিনের নানা ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়েছে মোট ১০টি। এসব মামলার আসামি প্রায় সাড়ে ৮ হাজার। সরকারি-বেসরকারি ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান থেকে দেয়া মামলাগুলোর কোনোটিতেই আসামির নাম নেই। আসামি ‘অজ্ঞাত’। নাম প্রকাশে অনিচ্ছুক জেলা আওয়ামী লীগের এক দায়িত্বশীল নেতা বলেন, তালিকা ধরে বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা হয়েছে। কারা এর নেতৃত্ব দিয়েছেন তাও আমরা জানি। তবে তারা বড় মাদরাসার কেউ নন। বাইরে থেকে আসা বিভিন্ন মাদরাসার কিছু শিক্ষক-ছাত্র এসব ঘটনায় নেতৃত্ব দিয়েছে বলেই জানান এ নেতা। তাদের সঙ্গে বিএনপি নেতাকর্মীরাও ছিল বলে জানান তিনি। জেলা আওয়ামী লীগ নেতারা মুখে মুখে হামলাকারীদের নাম বললেও তাদের নাম মামলায় আনা হচ্ছে না। ওদিকে মাদ্রাসা ছাত্র মাসুদুর রহমানের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছেন জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া কর্তৃপক্ষ। গতকাল সকাল থেকেই  সদর মডেল থানায় এ মামলা হচ্ছে বলে শোনা যাচ্ছিল। কিন্তু সারা দিনে মামলা হয়নি। তাদের মামলায় পুলিশের দুই কর্মকর্তা, জেলা ছাত্রলীগ ও যুবলীগের কয়েক নেতাসহ ৩০/৩২ জনকে আসামি করা হচ্ছে বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে। বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের ঘটনায় গতকাল নতুন ৩টি মামলা হয়। ধীরেন্দ্রনাথ দত্ত পাঠাগার ভাঙচুরের ঘটনায় আবদুন নূর, তিতাস সাহিত্য-সংস্কৃতি পরিষদের কার্যালয় ভাঙচুরের ঘটনায় মনির হোসেন ও আলাউদ্দিন সংগীতাঙ্গন ভাঙচুরের ঘটনায় আবদুল মান্নান বাদী হয়ে এসব মামলা করেন। প্রত্যেক মামলায় ৮-৯শ লোককে অজ্ঞাত আসামি করা হয়। এর আগে বুধবার ১১ই জানুয়ারি রাতের সংঘর্ষের ঘটনায় ওই রাতেই সদর থানার এস আই আলী আক্কাস বাদী হয়ে একটি, পরদিন (১২ই জানুয়ারি) মঙ্গলবার বিকালে পুলিশবাহী পিকআপ ভ্যানে অগ্নিসংযোগের ঘটনায় সদর থানার এসআই রুবেল ফরাজী বাদী হয়ে অজ্ঞাত সাত-আটশ জনের বিরুদ্ধে আরেকটি মামলা দেন। একই দিন সদর হাসপাতাল ভাঙচুরের ঘটনায় হাসপাতালের তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) রানা নূর শামস বাদী হয়ে অজ্ঞাত ৭-৮শ জনের বিরুদ্ধে, ইন্ডাস্ট্রিয়াল স্কুল ভাঙচুরের ঘটনায় এর সুপার চমন সিকান্দার জুলকার নাঈন  অজ্ঞাতনামা আট-নয়শ জনের বিরুদ্ধে, প্রশিকার কার্যালয় ভাঙচুরের ঘটনায় ম্যানেজার হুমায়ূন কবির বাদী হয়ে অজ্ঞাত সাত-আটশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। হালদারপাড়া এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় ব্যবসায়ী ফেরদৌস বাদী হয়ে অজ্ঞাতনামা তিন-চারশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তিতাস সাহিত্য সংস্কৃতি পরিষদের কার্যালয় ভাঙচুরের ঘটনায় সংগঠনের সম্পাদক বাছির দুলাল বাদী হয়ে আট-নয়শ জনের বিরুদ্ধে মামলা দেন। এদিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায়  স্টেশন মাস্টার মহিদুর রহমান বাদী হয়ে আখাউড়া রেলওয়ে থানায় অজ্ঞাতনামা ১২শ জনের বিরুদ্ধে মামলা দেন। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মফিজুর রহমান ও আখাউড়া রেলওয়ে থানার ওসি আব্দুস সাত্তার জানান, এসব মামলার কোনো আসামিই গ্রেপ্তার নেই।
খোঁজ নিয়ে জানা গেছে, জেলা বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের ৩০ থেকে ৩২ জন নেতাকর্মী প্রায় আড়াই মাস কারাভোগের পর গত ১১ই জানুয়ারি মুক্তি পান। এরপর বিকাল ৩টার দিকে তাদের সমর্থকরা গাড়িবহর নিয়ে মিছিল করতে করতে শহরে আসে। শহরের কাউতলী এলাকায় পুলিশ তাদের বাধা দেয়। এ সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালায় বলে দাবি করে পুলিশ। এ ঘটনায় জেলা বিএনপি সভাপতি হাফিজুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলামসহ ৪০ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০০-১২০ জন নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলা দেয়া হয় ঐদিনই। সদর মডেল থানার এস আই মো. আবু সাঈদ বাদী হয়ে এ মামলাটি করেন। এ মামলার এজাহারে পুলিশের ওপর হামলা, পুলিশ হত্যার চেষ্টা, ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগ আনা হয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। ঐদিনই সন্ধ্যায় মাদরাসা ছাত্রদের সঙ্গে জেলা পরিষদ মার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষ হয়। পরে ব্যবসায়ীদের পাশাপাশি ছাত্রলীগ-যুবলীগ এ সংঘর্ষে লিপ্ত হয়। আর তাদেরকে পুলিশের সহায়তার অভিযোগ উঠে। রাতে পুলিশ মাদরাসার ভেতরে অভিযান চালায়। সংঘর্ষের সময় পুলিশের ছোড়া গুলিতে আহত হয় অনেক মাদরাসা ছাত্র। এদিনকার ঘটনায় গভীর রাতে (১২ই জানুয়ারি, রাত ১টা ৫ মিনিটে) সদর মডেল থানার এসআই আলী আক্কাস বাদী হয়ে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ৪৪ নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলা দেন। এতে অজ্ঞাত আসামি করা হয় আরও দুই আড়াইশ নেতাকর্মীকে। মামলার এজাহারে বলা হয়, ১১ই জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কান্দিপাড়া জামিয়া ইউনুছিয়া মাদরাসার এক ছাত্র জেলা পরিষদ মার্কেটের বিজয় টেলিকমে মোবাইল ফোন মেরামত করার জন্য যায়। মেরামত শেষে মোবাইলটি নেয়ার পর তা ঠিক হয়নি বলে আবার দোকানে নিয়ে আসে। তখন দোকান মালিক শিমরাইকান্দির সেলিম আহম্মেদের ছেলে রনি আহম্মেদ মোবাইল ফোন ঠিক করে দিতে পারবে না বলে দোকান থেকে বের করে দেয়। এ ঘটনাটি মাদরাসায় এসে ওই ছাত্র জানালে ছাত্র-শিক্ষকরা জেলা পরিষদ মার্কেটে গিয়ে ওই দোকানে হামলা চালায় এবং রনিকে মারধর করে। রনির বাবা পৌরসভার ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও তার চাচা জামাল খান জেলা পরিষদ মার্কেটের সভাপতি এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ায় ছাত্রলীগ, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও ব্যবসায়ীরা টিএ রোডে এবং জামিয়া ইউনুছিয়া মাদরাসার শিক্ষকরা কান্দিপাড়া মোড়ে অবস্থান নিয়ে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়ায় লিপ্ত হয় এবং ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই-আড়াইশ নেতাকর্মী ঝটিকা মিছিল নিয়ে টিএ রোড প্রদক্ষিণ করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। এজাহারে বলা হয়, তখন পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে বিএনপি নেতাকর্মীরা। তারা ককটেলের বিস্ফোরণ ঘটায় এবং আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে। দফায় দফায় বিএনপি নেতাকর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। দোকানপাট-গাড়ি ভাঙচুর করতে থাকে। তখন পুলিশ সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষার্থে ৫০৬ রাউন্ড শটগানের কার্তুজ, ৬২টি গ্যাসশেল নিক্ষেপ করে। এ ঘটনায় পুলিশের ইন্সপেক্টর, এসআই, এএসআই ও কনস্টেবল পর্যায়ের ৯ জন আহত হন। ১৪৩/১৮৬/৩৫৩/৩৩২/৩৩৩/৩০৭/১১৪ পেনাল কোড তৎসহ ১৯০৮ সনের বিস্ফোরক উপাদানাবলী আইনে দায়ের করা এ  মামলায় (মামলা নং-৩৬, তারিখ-১২.১.১৬ইং) জেলা বিএনপি সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচিকে প্রধান আসামি করা হয়েছে। অন্য আসামিরা হচ্ছে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, ছাত্রদল সভাপতি শামীম মোল্লা, যুবদল সভাপতি মনির হোসেন, ছাত্রদল সেক্রেটারি মো. ইয়াছিন। জেলা বিএনপি সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি বলেন, তারা এ ঘটনার বিষয়ে কোনো কিছুই জানেন না। তিনি বলেন, আমরা মুক্তি পাওয়ার পর আগে থেকেই ঘটনার সূত্রপাত হয়েছে। এর কোনো কিছুই আমরা জানি না। আমরা জেলখানা থেকে বের হয়ে পাওয়ার হাউজ রোডে সমাবেশ করে যার যার বাড়ি চলে যাই। এরপর ১ মিনিটের জন্যও বাসা থেকে বের হইনি। আমার মনে হয় এটা পরিকল্পিত ঘটনা। সামনে পৌরসভা নির্বাচন। সে কারণেই এসব মামলা দেয়া হচ্ছে।
এদিকে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে মাদরাসা ছাত্রদের জঘন্য হামলার প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ  করেছে সংস্কৃতিকর্মীরা। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যানারে জেলার সর্বস্তরের সংস্কৃতিকর্মী ও মুক্তবুদ্ধির মানুষেরা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় প্রেস ক্লাব চত্বরে প্রতিবাদ সমাবেশ করে। জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আবদুন নূরের সভাপতিত্বে ও তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মো. মনির হোসেনের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন জেলা নাগরিক সমাজ আহ্বায়ক তাজ মো. ইয়াছিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার হারুন অর রশিদ, সাহিত্য একাডেমির আহ্বায়ক কবি জয়দুল হোসেন, সুরসম্রাট আলাউদ্দিন সংগীতাঙ্গন সম্পাদক কবি আবদুল মান্নান সরকার, ব্রাহ্মণবাড়িয়া নাট্য সংস্থার সম্পাদক মনজুরুল আলম, কমিউনিস্ট লীগ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মতিলাল বণিক, জেলা সিপিবি সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাডভোকেট কাজী মাসুদ আহমেদ, সাধারণ সম্পাদক আবু সাঈদ খান, নারী মুক্তি সংসদ সভাপতি ফজিলাতুন্নাহার, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি পাঠাগারের অ্যাডভোকেট নাসির মিয়া প্রমুখ।
সভায় বক্তারা ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান। এ ব্যাপারে সংস্কৃতিকর্মীরা নিয়মিত আন্দোলন চালিয়ে যাবারও ঘোষণা দেন।
উল্লেখ্য, ১১ই জানুয়ারি সন্ধ্যায় শহরের জেলা পরিষদের মার্কেটের এক ব্যবসায়ীর সঙ্গে দুই মাদরাসা ছাত্রের বাদানুবাদ হয়। এর জের ধরে মাদরাসার কয়েকশ ছাত্র ওই মার্কেটে গিয়ে হামলা চালায়। ভাঙচুর করে দুটি দোকান। এরপরই মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে মাদরাসা ছাত্রদের সংঘর্ষ বাধে। সংঘর্ষের একপর্যায়ে ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা ব্যবসায়ীদের সঙ্গে যোগ দেয়। সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত শহরের কান্দিপাড়ায় জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার সামনে দুইপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে। এ সময় শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৫ শতাধিক রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এ ঘটনায় আহত মাদরাসার ছাত্র হাফেজ মাসুদুর রহমান (২০) রাত ৩টার দিকে জেলা সদর হাসপাতালে মারা যান। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। পরদিন সকাল ৭টা থেকে মাদরাসার শত শত ছাত্র-শিক্ষক শহরের প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করে। আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয় সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গন। আগুনে পোড়ানো হয় হালদারপাড়াস্থ প্রশিকা অফিস। ভাঙচুর করা হয় আওয়ামী লীগ ও সংসদ সদস্যের কার্যালয়, মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে থাকা ব্যাংক এশিয়ার অফিস, ইন্ডাস্ট্রিয়াল স্কুল, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে থাকা সাহিত্য একাডেমি, তিতাস সাহিত্য সংস্কৃতি পরিষদ, শিশু নাট্যম, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি পাঠাগার কার্যালয়ে ব্যাপক ভাঙচুর করা হয়। শহরের বিভিন্ন স্থানে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে টানানো বিলবোর্ড ছিড়ে ফেলে দেয়া হয়। রেলপথে অবরোধ সৃষ্টি করে ট্রেন চলাচল বন্ধ করে দেয়। আগুন দেয়া হয় রেলপথের বিভিন্ন স্থানে। এ সময় রেলস্টেশনের প্রতিটি  কক্ষ  ব্যাপক ভাঙচুর করে। ভেঙে ফেলা হয় কন্ট্রোল প্যানেল। এতে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

এ জাতীয় আরও খবর

সালমান শাহ-শাকিব খানের মতোই জয়কে টার্গেট করা হলো : স্ত্রী নীড়

মৃত্যুর দু’বছর পর ব্রুনাই থেকে ফিরছে দুই বাংলাদেশির লাশ

এক মিনিটের জন্য শেষ বিসিএসের স্বপ্ন, হাউমাউ করে কান্না

জাতীয় পার্টির কোনো রাজনীতি নেই: ফিরোজ রশিদ

গরমে সরবরাহ কম, আরও বেড়েছে সবজির দাম

পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিএনপির ৭৫ নেতা বহিষ্কার

১০ কোটি টাকার অনিয়ম, পাবনায় অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক

‘পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত’

‘মাশা আল্লাহ’ লিখে যে ‘খোঁচা’ দিলেন মুশফিক

গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী