বুধবার, ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

খালেদা জিয়াকে পদ্মাসেতুর কাজ ঘুরে দেখার আহ্বান সেতুমন্ত্রীর

1452428333নিউজ ডেস্ক : খালেদা জিয়াকে পদ্মাসেতুর কাজ ঘুরে দেখার আহ্বান সেতুমন্ত্রীরপদ্মা সেতু নির্মাণ কাজের ব্যয় নিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপিকে অন্ধকারে ঢিল না ছুঁড়ে খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে মুন্সীগঞ্জে এসে পদ্মা সেতু নির্মাণ কাজের অগ্রগতি ঘুরে দেখার জন্য দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফকরুলকে আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর পদ্মা সেতু সার্ভিস এরিয়ার সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে পদ্মাসেতু বিষয়ক নানা প্রসঙ্গ তুলে ধরে তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি আরো বলেন পদ্মা সেতু নিয়ে এখনো রাজনীতি চলছে। যে সেতু নির্মাণের সঙ্গে ১৬ কোটি মানুষের ভাগ্য জড়িত সেই সেতু নিয়ে বিএনপির রাজনীতি দেশবাসীকে অবাক করেছে। শুরু থেকেই নানা ষড়যন্ত্র করে আসছে বিএনপি। বিএনপির অভ্যাস আছে কমিশন খাওয়ার। আওয়ামী লীগ কমিশন খায় না। দেশের উন্নয়নে নিবেদিত হয়ে কাজ করে।
এ সময় বিএনপি নেতা মীর্জা ফকরুলের পদ্মাসেতুর ব্যয় বাড়ানোকে নিয়ে সমালোচনার জবাবে মন্ত্রী বলেন,বাংলাদেশের ১ নম্বর মেগা প্রজেক্ট পদ্মাসেতুকে নিয়ে ষড়যন্ত্র বা কটাক্ষ করে কোন লাভ হবে না। এর আগে দুর্নিতির আর চুরির অভিযোগ এনে বিশ্ব ব্যাংক চলে গেলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তার কারণে নিজেস্ব অর্থায়নে পদ্মা সেতুর কাজ এগিয়ে নিয়ে আমরা প্রমাণ করেছি বাঙালি বীরের জাতি। পরে বিশ্বব্যাংক স্বীকার করেছে তাদের সরে দাড়ানো ভুল হয়েছে।
এ সময় সড়কপরিবহন ও সেতু মন্ত্রী বাসচালক ও বাস মালিকদের উদ্দেশ্যে অনুরোধ করে বলেন, বেপরোয়া যান চালনা থেকে সরে দাঁড়াতে। চালকদের বেপরোয়া যান চালনার জন্য প্রায়সই নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। এ নিয়ে খুব শিগগিরই মোটর অধ্যাদেশ আইন করা হবে। সেখানে কঠোর শাস্তির ব্যবস্থা নেয়ার সিদ্ধান্তের কথাও বলেন মন্ত্রী। তবে বাসমালিক সমিতি ও চালক সমিতিকে এ বিষয়ে সজাগ দৃষ্টি দেয়ার অনুরোধ করেন তিনি।

এ জাতীয় আরও খবর

খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিলেন ফখরুল

খাদ্য কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

‘উন্নত দেশগুলো জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়নে ব্যর্থ’

ইসির নতুন সচিব শফিউল আজিম, জাহাংগীর আলমকে জননিরাপত্তায় বদলি

ঈদগাঁওয়ে প্রথম নির্বাচনেই সহিংসতা, যুবক খুন

সরকারি সংস্থার তথ্য চুরি ও অনলাইনে বিক্রির ঘটনা আতঙ্কজনক: টিআইবি

২৪ ঘণ্টায় প্রায় ৩০০ ফিলিস্তিনি হতাহত

ময়মনসিংহে গর্তে পাওয়া তিন মরদেহ একই পরিবারের, ধারণা পুলিশের

শ্রীপুরে গুলিতে যুবক নিহত

দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হলেন যারা

আইপিএলের ফাইনালে কলকাতা

যুক্তরাষ্ট্রের কাছে লজ্জার হার বাংলাদেশের