রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সন্ধ্যার পর থার্টি ফার্স্টের অনুষ্ঠান না করার পরামর্শ প্রধানমন্ত্রীর

news-image

নিউজ ডেস্ক : থার্টি ফার্স্ট নাইটে সন্ধ্যার পর অনুষ্ঠান না করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে যেন কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয় সেজন্যও সবাইকে সতর্ক থাকতে বলেছেন তিনি।

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অনানুষ্ঠানিক আলোচনায় তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আনন্দ করতে কোনো বাধা নেই। তবে তা রাতে না করাই ভালো। সব সময় একভাবে আনন্দ করতে হবে এমন নয়। দিনের বেলায়ও তো আনন্দ করা যায়।
তিনি আরও বলেন, মনে রাখতে হবে, আমাদের দেশকে নিয়ে দেশী-বিদেশী নানা ষড়যন্ত্র-চক্রান্ত চলছে। তাই থার্টি ফার্স্টের অনুষ্ঠান কর্মসূচি একটি নিয়ন্ত্রিত পরিবেশের মধ্যে যেন উদযাপন হয় সেদিকে খেয়াল রাখবেন। কোনো বিশৃঙ্খলা বা অস্থিতিশীল পরিস্থিতি যেন তৈরি না হয় সে ব্যাপারেও সবাইকে সতর্ক থাকতে হবে।

এ জাতীয় আরও খবর