রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সাত বছর পর বিদ্যুৎকেন্দ্র নির্মাণে বিশ্বব্যাংকের ঋণ

news-image

সিদ্ধিরগঞ্জ ৩৩৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র নির্মাণে আরও ১৭ কোটি ৭০ লাখ ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। বর্তমান বিনিময় হার (এক ডলার সমান ৭৮ টাকা) অনুযায়ী এর পরিমাণ প্রায় এক হাজার ৪০০ কোটি টাকা। গতকাল রোববার সংস্থাটির সঙ্গে এ বিষয়ে চুক্তি সই হয়েছে। এর মধ্য দিয়ে সাত বছর পর বিদ্যুৎকেন্দ্র নির্মাণে অর্থ দিচ্ছে সংস্থাটি। এর আগে সর্বশেষ ২০০৮ সালে একই কেন্দ্র নির্মাণে ৩৫ কোটি ডলার দিয়েছিল প্রধান এ উন্নয়ন সহযোগী। গতকাল রোববার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ-সংক্রান্ত একটি চুক্তি সই হয়। এতে সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব কাজী সফিকুল আযম এবং বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ইফফাত শরিফ সই করেন। এ সময় বিদ্যুৎ বিভাগ, ইআরডি ও বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের এক কর্মকর্তা জানান, বিদ্যুৎ খাতে অস্বাভাবিক সিস্টেম লসসহ কয়েকটি কারণে সংস্থাটি এতদিন কেন্দ্র নির্মাণে কোনো প্রতিশ্রুতি দেয়নি। তবে সিস্টেম লস কমে আসা এবং বিশ্বব্যাংকের শর্তে রাজি হওয়ায় সিদ্ধিরগঞ্জ ও ঘোড়াশালের দুটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণে দীর্ঘ বিরতির পর ঋণ দিচ্ছে সংস্থাটি। শিগগির ঘোড়াশাল চতুর্থ ইউনিট বিদ্যুৎকেন্দ্র নির্মাণে চুক্তি সই হবে। প্রকল্পটিতে এক হাজার ৭০০ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি। চুক্তি সই অনুষ্ঠানে জানানো হয়, ২০০৮ সালে এ বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হয়। সে সময় মোট ব্যয় হয়েছিল ৪৭ কোটি ডলার। এর মধ্যে বিশ্বব্যাংক দিয়েছিল ৩৫ কোটি ডলার। পরে গ্যাসস্বল্পতার কারণে এ কেন্দ্রকে পিকিং পাওয়ার প্ল্যান্ট থেকে কম্বাইন্ড সাইকেলে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। এ জন্য অতিরিক্ত অর্থায়ন হিসেবে বিশ্বব্যাংক এ অর্থ দিচ্ছে। ছয় বছরের গ্রেস পিরিয়ডসহ ৩৮ বছরে এ ঋণ পরিশোধ করতে হবে। বছরে প্রতিবছর শূন্য দশমিক ৭৫ শতাংশ সার্ভিস চার্জ দিতে হবে।

সফিকুল আযম বলেন, সাম্প্রতিক কয়েক বছরে দেশে বিদ্যুৎ উৎপাদনে সক্ষমতা বেড়েছে। তবে চাহিদা বেড়েছে এর চেয়ে আরও বেশি। প্রস্তাবিত প্রকল্পটি কম মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সহায়তা করবে।
ইফফাত শরিফ জানান, এ চুক্তির ফলে বাংলাদেশে জ্বালানি খাতে বিশ্বব্যাংকের সহায়তা দেড় বিলিয়ন ডলারে উন্নীত হচ্ছে।

এ জাতীয় আরও খবর