রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

আজ মধ্যরাতে শেষ হচ্ছে পৌর নির্বাচনের প্রচারণা

news-image

আজ সোমবার মধ্যরাতে শেষ হচ্ছে পৌর নির্বাচনের প্রচারণার সময়সীমা।

প্রথমবারের মত দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় জাতীয় নির্বাচনের আমেজ দেখা যাচ্ছে দেশজুড়ে।

নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ব্রতী'র নির্বাহী পরিচালক শারমিন মুর্শিদ, বিবিসি বাংলাকে বলেছেন, নির্বাচনী প্রচারের সময় শান্তিপূর্ণ এবং অনিয়ম দু’ধরণের ঘটনাই দেখতে পেয়েছেন তারা।

তিনি বলেছেন, চট্টগ্রাম ও বরিশালসহ অনেক জায়গায় শান্তিপূর্ণ এবং ভালো পরিবেশে প্রচারণা চালিয়েছে প্রার্থীরা।

সেসব জায়গার নির্বাচনী আচরণবিধি নিয়েও বড় কোন অভিযোগ শোনা যায়নি।

bd_municipality_election
Image captionনির্বাচন কমিশন শক্ত ব্যবস্থা নিতে পারলে ভোটারদের মধ্যে আস্থা তৈরি হবে–শারমিন মুর্শিদ

তবে, সেই সঙ্গে দেশের অনেক জায়গায় সহিংসতা এবং অনিয়মের ঘটনা দেখতে পেয়েছেন তারা।

মিজ মুর্শিদ বলছেন, প্রাক নির্বাচনী পরিবেশ পুরোপুরি সন্তোষজনক নয়।

কারণ ভোটারদের মধ্যে এক ধরণের আশংকা রয়েছে।

এক্ষেত্রে নির্বাচন কমিশন যদি কোন শক্ত ব্যবস্থা নিতে পারে, তাহলে ভোটারদের মধ্যে আস্থা তৈরি হবে।

বাংলাদেশে আগামী বুধবার ৩০শে ডিসেম্বর পৌর নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

pouro_elex_posterImage copyrightBBC Bangla
Image captionপ্রথম বারের মত দলীয় প্রতীক নিয়ে হতে যাওয়া এই নির্বাচনে সবগুলো বড় রাজনৈতিক দল অংশ নিচ্ছে

প্রথম বারের মত দলীয় প্রতীক নিয়ে হতে যাওয়া এই স্থানীয় নির্বাচনে ভোটারদের ওপর জাতীয় রাজনীতির পুরো প্রভাব পড়েছে বলে মন্তব্য করেন মিজ মুর্শিদ।

কারণ এখানে সবগুলো বড় রাজনৈতিক দল অংশ নিচ্ছে।

নিয়ম অনুযায়ী, ভোটের ৩২ ঘণ্টা আগে প্রার্থীদের সব ধরনের প্রচারণা শেষ করতে হবে।

ফলে আজ সোমবার দিবাগত মধ্যরাতেই প্রার্থীদের সব ধরণের প্রচারণা বন্ধ করতে হবে।

সেই সঙ্গে ভোট শেষের পরবর্তী ৪৮ ঘণ্টাও কোনো মিছিল-শোডাউন করা যাবে না।

এ জাতীয় আরও খবর