রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে হামাসপ্রধানের সাক্ষাৎ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ফিলিস্তিনের গাজার শাসক দল হামাসের প্রধান খালেদ মিশাল। স্থানীয় সময় শনিবার তুরস্কের ইস্তাম্বুলে তাঁদের সাক্ষাৎ হয়।

গত বৃহস্পতিবার রাতে ইসরায়েল ও তুরস্ক জানায়, পাঁচ বছর ধরে চলা বিরোধ মেটানোর কাছাকাছি পর্যায়ে আছে তারা। এর একদিন পরই এরদোয়ানের সঙ্গে দেখা করলেন মিশাল।

তুর্কি প্রেসিডেন্টের কার্যালয়ের একটি সূত্র রয়টার্সকে জানায়, বৈঠকে এরদোয়ানকে মধ্যপ্রাচ্যের বিদ্যমান পরিস্থিতি নিয়ে অবহিত করেন মিশাল। তবে ঠিক কী নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো যায়নি।

গাজার অভ্যন্তরীণ রাজনীতিতে তুরস্কের পরোক্ষ ভূমিকা আছে। উপত্যকায় ক্ষমতাসীন হামাসের কিছু নেতা তুরস্কে অবস্থান করছেন। বিভিন্ন সময়ে গাজা থেকে অবরোধ তুলে নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানায় তুরস্ক।

২০১০ সালে তুরস্কের কয়েকজন মানবাধিকারকর্মী কিছু পণ্য নিয়ে মভি মারমারা নামে একটি জাহাজে করে গাজার দিকে যাচ্ছিলেন। পথে ইসরায়েলি কমান্ডোদের গুলিতে ১০  মানবাধিকারকর্মী নিহত হন। এর পর থেকেই তুরস্ক-ইসরায়েল সম্পর্কের অবনতি হয়।

এ জাতীয় আরও খবর