রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বাধীনতা সংগ্রামীর উত্তরসূরিই ভারতে আল-কায়দা প্রধান

news-image

এক সময় তার পূর্বপুরুষ দেশের স্বাধীনতার জন্য ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াই করেছিলেন। আজ সেই দেশকেই রক্তে স্নান করানোর ব্রত নিয়েছে সে। ভারতীয় উপমহাদেশের আল কায়দা প্রধান হিসেবে উঠে এসেছে যে নাম, সেই মৌলানা আসিম উমর আসলে উত্তরপ্রদেশের সানাউল হক। রাজধানী দিল্লি থেকে ২০০ কিলোমিটার দূরে সম্বলের দীপা সরাই গ্রামে তার বাড়ি আজও স্বাধীনতা সংগ্রামীর বাড়ি নামেই বিখ্যাত। যে কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে। সেই বাড়ির বছর ২০ আগে হারিয়ে যাওয়া ছেলে এখন আল-কায়দার ভারতীয় উপমহাদেশের প্রধান, বিল লাদেনের উত্তরসূরি আলকায়দা প্রধান জাওয়াহিরির ডান হাত তা জেনে চমকে উঠেছিলেন গোয়েন্দারাও।

সম্প্রতি পুলিশের জালে ধরা পড়া আল কায়দা নেতা মহম্মদ আসিফকে জেরা করেই সানাউলের বিষয়ে জানতে পারে দিল্লি পুলিশ। ছেলে যে সন্ত্রাসবাদী সংগঠনে নাম লিখিয়েছে, তা বছর কয়েক আগেই জানতে পেরেছিল তার পরিবার। সানাউলের সত্তরোর্ধ্ব বাবা ইরফান-উল-হক কাগজে বিজ্ঞাপন দিয়ে ছেলেকে ত্যাজ্য ঘোষণা করেন। তবে গ্রামের বাড়িতে মুখচোরা, বই মুখে নিয়ে বসে থাকা ছেলে আল-কায়দার শীর্ষস্তরে উঠে এসেছে, সে খবর জেনে হতভম্ব হয়ে যায় তার পরিবার।

ইরফান-উল-হক জানান, "সানাউল বই পড়তে ভালোবাসত। একদিন হঠাত্ আমাদের বলে যে ও মাদ্রাসায় পড়তে চায়। আমরা আপত্তি করলে শোনেনি। তারপর একদিন মক্কায় যাবে বলে এক লাখ টাকা চেয়ে বসে। বাড়িতে এই নিয়ে খুব অশান্তি হয়। এমনকি ওর কাকা ওকে মারধরও করে। দিন কয়েকের মধ্যে সানাউল বাড়ি থেকে পালায়। তারপর কোনও খোঁজ ছিল না। আমরা ভেবেছিলাম সানাউল মরেই গিয়েছে। ২০০৯-এ স্থানীয় পুলিশ থেকে আমাদের জানানো হয় যে সানাউল সন্ত্রাসবাদী সংগঠনে যোগ দিয়েছে।"

নিজের গ্রামেই সন্ত্রাসবাদী সংগঠন হরকত-উল-মুজাহিদিনের সংস্পর্শে আসে সানাউল। তাদের প্রভাবেই ঘর ছেড়ে প্রথম কাশ্মীর, সেখান থেকে পাকিস্তানে যায়। হরকত-উল-মুজাহিদিন থেকে প্রথমে তেহরিক-ই-তালিবান ও পরে আল-কায়দায় যোগ দেয়। ধীরে ধীরে উঠে আসে শীর্ষস্তরে।পাকিস্তানে এক সঙ্গে কাজ করার সময় সানাউল নিজেই তার ঘর ছাড়ার গল্প করেছিল বলে পুলিশকে জানিয়েছে ধৃত আল-কায়দা নেতা মহম্মদ আসিফ।

এ জাতীয় আরও খবর