রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

৭০ বছর পর এবার নারী মহাসচিব খুঁজছে জাতিসংঘ

news-image

বিশ্বের সর্বোচ্চ ‘ক্ষমতাধর’ হিসেবে প্রথমবারের মতো এবার কোনো নারী মহাসচিব খুঁজছে জাতিসংঘ। কারণ, সংস্থাটিতে প্রতিষ্ঠালগ্ন থেকে ৭০ বছরের মধ্যে মহাসচিব হিসেবে কোনো নারী দায়িত্ব পালন করেনি। ১৯৪৫ সালের ২৪ অক্টোবর থেকে এ পর্যন্ত দায়িত্ব পালন করা ৮ জন মহাসচিবের সবাই পুরুষ। নারীর সমান অধিকারে ভূমিকা পালনকারী এই বিশ্বসংঘ এবার ‘লিঙ্গ বৈষম্য’ ভুলে নারী সহাসচিবের খোঁজে এবার জোর তাগিদ দিয়েছে। খবর দ্য হিন্দুর। নারী মহাসচিব হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন ক্রোয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ভেসনাস পুসিক ও সাবেক জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট মেসেডোনিয়ার বংশোদ্ভূত সার্জান করিম। এদিকে, জাতিসংঘের বর্তমান মহাসচিব বান কি মুনের দায়িত্ব শেষ হবে ২০১৬ সালে। পরবর্তী বছরের শুরু থেকে নতুন কোনো মহাসচিবকে দায়িত্ব নিতে হবে জাতিসংঘের। 

এ জাতীয় আরও খবর