রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

হঠাৎ করেই মাথা ঘুরে পড়ে গেলেন লিঙ্কন বিশ্ববিদ্যালয়ের ছাত্র

news-image
মাথা ঘুরে পড়ে যান মালয়েশিয়ার লিঙ্কন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র মোঃ শামীম সরকার। এরপর বেশ কিছুক্ষণ তিনি প্রায় জ্ঞানশূন্য ছিলেন। তাৎক্ষণিক ক্লিনিকে নিয়ে গিয়ে তাকে চিকিৎসা দেয়া হয়। আজ রবিবার দুপুর ১২টায় এ ঘটনা ঘটে।এ বিষয়ে শামীমের খালাত ভাই হাবিবুর রহমান জানান, শারীরিকভাবে ফিট থাকতে গিয়ে শামীম কয়েক মাস ধরে খাওয়া-দাওয়া কমিয়ে দিয়েছে।  যে কারণে শারীরিকভাবে ভীষণ দুর্বল হয়ে পড়েছে। এ দুর্বলতা কাটিয়ে উঠতে কিছুদিন সময় লাগবে। তাই এ মুহূর্তে  তিনি কোনো কাজ করতে পারবে না। এর ফলে আপাতত তাকে বাসাতেই পূর্ণ বিশ্রামে থাকতে হচ্ছে। এ বিষয়ে শামীমের সঙ্গে যোগাযোগ করা হলে, পুরো ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে তিনি বলেন,আজ দুপুর ১২টায় মালয়েশিয়ার ঘূমবাক রোড হইতে শ্রী রামপাই রোডে রওয়ানা দিয়েছিলাম।হঠাৎ রাস্তার মাঝ পথে শরীর দুর্বলতার কারণে চোখে সবকিছু ঝাপসা দেখছিলাম।সারা  শরীরে চিকন ঘাম শুরু করে এরপর হঠাৎ করেই মাথা ঘুরে রাস্তার মাঝে পড়ে যাই।তারপর মালয়েশিয়ান এক তামিল মেয়ে আমাকে উদ্ধার করে ক্লিনিকে নিয়ে গেল। ডাক্তারের নির্দেশে আমাকে পুরো দুই সপ্তাহ বেড রেস্টে থাকতে হচ্ছে এ সময় কোনোভাবেই কাজ করা ও মানসিক চিন্তা করা যাবে না। 

এ জাতীয় আরও খবর