রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

‘যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সবসময় গুরুত্ব দেয়’

news-image

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি কাউন্সিলর থমাস এ শ্যানন বলেছেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশকে যুক্তরাষ্ট্র গুরুত্ব দিয়ে আসছে। এখনও যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশ গুরুত্বপূর্ণ। বাংলাদেশ আসলেই গুরুত্ববহন করে। ঢাকা সফরের প্রথম দিনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এন্ড স্ট্যাট্রেজিক স্টাডিজ আয়োজিত অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন। শ্যানন বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন।
শ্যানন বলেন, ৪৪ বছর আগে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর মার্কিন সিনেটর টেড কেনেডি বাংলাদেশ সফর করে জরুরি ও আন্তরিক বার্তা দিয়েছিলেন, তিনি বলেছিলেন, আমেরিকা বাংলাদেশকে গুরুত্ব দেয়। ৪৪ বছর পর আজকে আমি এসেছি। আমেরিকা এখনও বাংলাদেশকে গুরুত্ব দেয়।
দুই দেশ একই লক্ষ্যে কাজ করছে জানিয়ে তিনি বলেন, আমরা এমন একটি বাংলাদেশকে সহায়তা দেই যার অর্ন্তভুক্তমূলক সমৃদ্ধ ও নিরাপদ। যে বাংলাদেশ সহিংস চরমন্থিরা চায় না। তারা চায় বিভক্ত বাংলাদেশ, যা দুর্বল এবং বিশৃঙ্খল হবে।

এ জাতীয় আরও খবর