রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে ১০ বাংলাদেশী অভিবাসীর অনশন ধর্মঘট

news-image

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনশন ধর্মঘট করছেন আটককৃত ১০ বাংলাদেশী অভিবাসী। কর্তৃপক্ষ জোর করে তাদের স্বাস্থ্য পরীক্ষা করাতে চায়। কিন্তু তারা রাজি নন। শুক্রবার মিয়ামি কেন্দ্রীয় আদালতে জরুরী আদেশ চেয়ে দায়ের করা একটি পিটিশন মোতাবেক, ওই বাংলাদেশীরা সবাই পুরুষ। এ খবর দিয়েছে বার্তাসংস্থা এপি। খবরে বলা হয়েছে, ক্রোম সার্ভিস প্রসেসিং সেন্টারে গত ২রা ডিসেম্বর থেকে অনশন ধর্মঘটে রয়েছে ওই বাংলাদেশীরা। তারা কেবল পানি খেয়ে থাকছেন। এমনকি শুক্রবার প্রয়োজনীয় স্বাস্থ্যপরীক্ষা করতে রাজি হননি তারা। আদালতের নথিপত্র মোতাবেক, ডিটেনশন সেন্টারের ডাক্তার বলেছেন, নিজেদের বিরুদ্ধে চলমান অভিবাসন মামলার ফলাফল নিয়ে অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেন বন্দীরা। ১৯ বছর থেকে ৪৩ বছর বয়সী ওই পুরুষ বন্দীদের প্রত্যেকের ওজন গড়ে ১৪ পাউন্ড কমে গেছে। বিভিন্ন নথিপত্র মোতাবেক, তারা ২০১৪ ও ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টার দায়ে টেক্সাসের হিডালগো থেকে আটক হন।

এ জাতীয় আরও খবর