রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ধারণার তুলনায় মালয়েশিয়ার গণতন্ত্র অনেক বেশি সমস্যাযুক্ত

news-image

কুয়ালালামপুরের রাজপথ সপ্তাহান্তে পরিণত হয়েছিল হলুদ রংয়ের জনসমুদ্রে। আপাতদৃষ্টিতে মনে হয়েছিল রাজনৈতিক ও অর্থনৈতিক স্ক্যান্ডালে বিপর্যস্ত প্রধানমন্ত্রী ও তার সরকারের বিরুদ্ধে এটা জনগণের শক্তির প্রকাশ। কিন্তু বিশাল এ জনসমাবেশে বিভিন্ন জাতিগত শ্রেণীর প্রতিনিধিত্বের অভাব ছিল। এতে করে এটাই ফুটে উঠেছে- মালয়েশিয়ার গণতন্ত্র যেমনটা ভাবা হয়েছিল তার তুলনায় অনেক বেশি সমস্যাযুক্ত। আল-জাজিরায় এক মন্তব্য প্রতিবেদনে এসব কথা লিখেছেন অভিজ্ঞ সাংবাদিক অ্যানেলিজ ম্যাকলিফ। এতে আরও বলা হয়, নানা মতে বিভক্ত বিরোধীদল তাদের প্রত্যাশা অনুযায়ী সমর্থকদের একত্র করতে ব্যর্থ হয়েছে। নিঃসন্দেহে হাজার হাজার মানুষ রাজপথে নেমেছিল। তবে এদের বেশির ভাগই ছিল সংখ্যালঘু জাতিগত চীনা ও ভারতীয় সম্প্রদায়। প্রতিবাদ করার জন্য এসব গোষ্ঠীর যৌক্তিক কারণ রয়েছে সেটা ঠিক। কিন্তু প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিশাল জাতিগত মালয় সমর্থকদের জন্য এটা ছিল বারিসান ন্যাশনাল কোয়ালিশন শাসনের বিরুদ্ধে বিরাট এক প্রদর্শন। নাজিব ঠিক এটাই আশা করেছিলেন। রাজপথে মালয় প্রতিবাদকারীদের অনুপস্থিতিটা নাজিব রাজাকের পক্ষে কাজ করেছে। বিরাট জনসমাবেশের মধ্যে দিয়ে তার মূল সমর্থকগোষ্ঠী মালয় আরও জোরদার হয়েছে। এতে এটাও ফুটে উঠেছে যে জাতিগত মালয় ঐতিহ্য আর সংস্কৃতি হুমকির মুখে। মাতৃভূমির প্রতি বিক্ষোভকারীদের দেশপ্রেম আর ভালোবাসা সঙ্কীর্ণ বলে তিনি আখ্যা দিয়েছেন। এমতবস্থায় মালয়েশিয়ার জাতিগত গোষ্ঠীগুলো তথা মালয়েশিয়া আরও অনেক বেশি বিভক্ত বলে প্রতীয়মান হচ্ছে। সমাবেশটির আয়োজক হলো বেরিশ সিভিল সোসাইটি গ্রুপ যারা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রচারণা করে থাকে। বেরিশ আয়োজিত ৪র্থ সমাবেশ এটি। আর এবারের সমাবেশের জন্য যে সময় বেছে নেয়া হয়েছে তা কাকতালীয় নয়। সোমবার মালয়েশিয়া তাদের মেরদেকা দিবস পালন করবে। ১৯৫৭ সালে বৃটেনের কাছ থেকে অর্জিত স্বাধীনতার বার্ষিক উদযাপন। যারা এ সমাবেশে অংশগ্রহণ করছেন, তাদের জন্য দেশপ্রেমের এ ছুটি অতীতে ফিরে দেখার একটি সুযোগ। জনগণ কি ধরনের মালয়েশিয়া ভবিষ্যতে চায় তার ওপর মনোযোগ দেয়ার একটি সুযোগ।

এ জাতীয় আরও খবর