শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রোজাদারের প্রতিদান বিষয়ে ৫টি সহিহ হাদিস

news-image

সকল মাসের চেয়ে উত্তম মাস রমজান। রহমত, মাগফেরাত ও নাজাতের মাস রমজান। রমজান মাসে রোজাকে ফরজ করা হয়েছে। রোজা শুধুমাত্র ফরজ বিধান নয়, রোজাদারদের জন্য আল্লাহর নিকট বিশেষ পুরস্কারও রয়েছে। হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসুল সা. বলেন, ‘বণী আদমের প্রতিটি আমলের প্রতিদান বহুগুণে বৃদ্ধি হতে থাকে। ১০ গুণ থেকে ৭০০ গুণ। এমনকি আল্লাহ তায়ালা ইচ্ছা করলে তার চেয়েও বেশি দেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তবে রোজার বিষয়টি ভিন্ন। কেননা, রোজা একমাত্র আমার জন্য এবং আমি নিজে এর প্রতিদান দেব। বান্দা একমাত্র আমার জন্য পানাহার ও প্রবৃত্তির চাহিদা পূরণ থেকে বিরত থাকে। রোজাদারের জন্য দু’টি আনন্দ : এক. ইফতারের মুহূর্তে দুই. রবের সঙ্গে সাক্ষাতের মুহূর্তে। আর রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকের চেয়েও উত্তম’।-সহীহ মুসলিম
রোজাদারের জন্য জান্নাতের বিশেষ দরজা: হযরত ইবনে সাদ থেকে বর্ণিত, জান্নাতে রাইয়ান নামে একটি দরজা আছে। এই দরজা দিয়ে শুধু রোজাদাররা প্রবেশ করবে। ঘোষণা করা হবে, রোজাদাররা কোথায়? তখন তারা উঠে দাঁড়াবে। তারা প্রবেশ করলে ঐ দরজা বন্ধ করে দেওয়া হবে এবং তা দিয়ে আর কেউ প্রবেশ করবে না।-সহীহ বুখারী
অন্য বর্ণনায় আছে, জান্নাতে একটি দরজা আছে, যার নাম রাইয়ান। শুধু রোযাদারগণ এই দরজা দিয়ে প্রবেশ করবে। আর যে এ তা দিয়ে প্রবেশ করবে সে কখনো পিপাসার্ত হবে না।-জামে তিরমিযী
রোজাদারের জন্য রোজা ও কোরআনের সুপারিশ হযরত আবদুল্লাহ ইবনে আমর রা. থেকে বর্ণিত, রাসুল সা. বলেন, ‘রোজা এবং কুরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে, আমি তাকে দিনের বেলায় পানাহার ও প্রবৃত্তির চাহিদা মেটানো থেকে বিরত রেখেছি। সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। কুরআন বলবে, আমি তাকে রাতে ঘুম থেকে বিরত রেখেছি। সুতরাং আমার সুপারিশ কবুল করুন। তখন দু’জনের সুপারিশই গ্রহণ করা হবে।-মুসনাদে আহমদ হাদীস
রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসুল বলেন, তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না : ১. রোজাদারের দোয়া ইফতার করা পর্যন্ত ২. ন্যায়পরায়ণ বাদশাহের দোয়া ও ৩. নির্যাতিত ব্যক্তির দোয়া। আল্লাহ তাআলা তাদের দোয়া মেঘমালার ওপরে উঠিয়ে নেন এবং এর জন্য আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়। আর আল্লাহ তাআলা বলেন, আমার ইজ্জতের কসম! বিলম্বে হলেও আমি অবশ্যই তোমাকে সাহায্য করব।- মুসনাদে আহমদ হাদিস, জামে তিরমিযী হাদিস

এ জাতীয় আরও খবর