শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বদর আমাদের অনুপ্রাণিত করে

news-image

আজ ১৭ রোজা। মাগফিরাতের ৭ম দিন। মিসরের প্রখ্যাত গবেষক ড. মুহম্মদ হোসাইন হায়কল (র.) প্রণীত হায়াতে মুহাম্মাদ (স.) গ্রন্থে উল্লেখ রয়েছেÑ হিজরি দ্বিতীয় সালের ১৭ রমজান শুক্রবার ইসলামের প্রথম যুদ্ধ বদর সংঘটিত হয়। মদিনার দক্ষিণ-পশ্চিমে ৮০ মাইল দূরে লোহিত সাগরের তীরে বদর প্রান্তর। সেখানে আরবিরা একটি মেলাও করত। কোরআনে আল্লাহ তায়ালা বদরের বর্ণনা দিয়েছেন এভাবেÑ যখন তোমাদের দুদল সাহস হারানোর উপক্রম করলে অথচ আল্লাহ তাদের সাহায্যকারী ছিলেন। আর আল্লাহর ওপর ভরসা করা মুমিনের উচিত। বস্তুত, আল্লাহ বদরের যুদ্ধে তোমাদের সাহায্য করেছেন। অথচ তোমরা ছিলে দুর্বল। আল্লাহকে ভয় কর, কৃতজ্ঞ হও। (আল ইমরান- ১২২) হায়াতে মুহাম্মাদ (স.) গ্রন্থের তথ্য মতে- মক্কার কুরাইশদের প্রতিনিধি দল মদিনার পথে আবু সুফিয়ানের নেতৃত্বে প্রচুর যুদ্ধাস্ত্র কিনে সিরিয়া থেকে ফিরছে। মদিনার পথে যুদ্ধাস্ত্র খুইয়ে যাওয়ার ভয়ে মক্কায় বিপদবার্তা পাঠায় আবু সুফিয়ান। আবু সুফিয়ানের বিপদ সংবাদে ছুটে আসে কুরাইশ নেতা আবু জাহেল। সঙ্গে সশস্ত্র এক হাজার ঘোরসওয়ারি যোদ্ধা। হজরত রাসুল (স)-এর কাছে আবু জাহেলের রণযাত্রার খবর পৌঁছলে তিনি যুদ্ধ প্রতিহতের প্রস্তুতি নেন।  রওনা করেন বদর প্রান্তরের উদ্দেশে। যুদ্ধের সেনাপতি হজরত রাসুল (স.)। সঙ্গে ৩১৩ জন সাহাবি। ৩ ঘোড়া, ৭০ উট, ৬ বর্ম এবং ৮ তলোয়ার। এদিকে চতুর আবু সুফিয়ান বিপদের আশঙ্কায় মদিনা ছাড়া ভিন্ন পথ ধরে। নিরাপদে মক্কায় পৌঁছে যায়। আল্লামা ইবনে হিশাম রচিত সিরাতুন্নবি (স.) গ্রন্থে ইবনে ইসহাক বলেন, আবু সুফিয়ান যখন নিশ্চিত হল যে, তার কাফেলাকে বাঁচিয়ে নিয়ে এসেছে, তখন সে কুরাইশ বাহিনীর কাছে এ মর্মে বার্তা পাঠাল যে, তোমরা তো তোমাদের বাণিজ্যিক কাফেলা, লোকজন ও অস্ত্র-সম্পদের রক্ষার জন্য এসেছিলে। এখন এগুলো রক্ষা হয়েছে। বদরে না গিয়ে মক্কায় ফিরে এসো। কিন্তু আবু জাহেল বলল, প্রতিমার কসম! বদরে না গিয়ে ফিরবো না। ওখানে তিনদিন থাকবো, পশু খাবো, মদ খাবো, গায়িকারা বাদ্য বাজিয়ে গান শোনাবে। আরবজুড়ে আমাদের অভিযানের খ্যাতি ছড়াবে। মুহাম্মাদের উম্মতের মনে চিরদিন আমাদের ভয় বদ্ধমূল থাকবে। অতএব, তোমরা বদরে চলো। (সিরাতুন্নবি স. ৩০৮) আবু জাহেলের এই হুঙ্কার ও বিশাল রণগোষ্ঠীর মোকাবিলায় মাত্র কজন নিরস্ত্র মানুষ। রাসুল (স.)  সেজদায় লুটিয়ে পড়লেন। দোয়া করলেন, হে আল্লাহ আজ যদি ছোট এই দল ধ্বংস করে দাও, তাহলে পৃথিবীতে তোমার ইবাদতের জন্য আর কেউ থাকবে না। তখন আল্লাহ তায়ালা মুসলমানদের আÍিক শক্তি বৃদ্ধির জন্য আয়াত নাজিল করলেন- হে নবী, আপনি মুমিনদের যুদ্ধে উদ্বুদ্ধ করুন। তোমাদের মধ্যে কুড়িজন ধৈর্যশীল থাকলে দুইশ জনের ওপর বিজয়ী হবে। (সুরা ইউনুস ৬৫) প্রভুর এ সাহসী বাণী মুমিনের মানসিক ও শারীরিক শক্তি জুগিয়েছে। রাসুল (স.)ও বলেছেন, আজ যে ব্যক্তি কাফেরদের বিরুদ্ধে ধৈর্যের সঙ্গে সওয়াবের প্রত্যাশায় যুদ্ধ করবে, শহিদ হবে, আল্লাহ তাকে জান্নাত দান করবেন। (বায়হাকি) বদরের প্রথম শহিদ হযরত মিহজার রক্ত ছুঁয়ে মুসলমান কাফেরদের প্রতিহত করতে ঝাঁপিয়ে পড়ে। যুদ্ধে জয়ী হয় মুসলমান। আরবে ওড়ে বিজয়ের পতাকা। প্রথম বিজয়ের শক্তি আজও কল্যাণের পথে আমাদের প্রাণিত করে

এ জাতীয় আরও খবর