শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বদরের চেতনায় উদ্বুদ্ধ হোন

news-image

 আজ ১৭ রমজান। ইসলামের ইতিহাসে দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। দ্বিতীয় হিজরির ১৭ রমজান সংঘটিত হয়েছিল ঐতিহাসিক বদরযুদ্ধ। প্রিয়নবী হযরত রাসুলে করিম (সা.) মদিনায় হিজরত করার পর বিভিন্ন জাতি-গোষ্ঠীর সমন্বয়ে মদিনাকে একটি রাষ্ট্র কাঠামোতে রূপদানের লক্ষ্যে সেখানকার ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক ও মুসলমানদের নিয়ে পৃথিবীর প্রথম লিখিত সংবিধান ‘মদিনা সনদ’ সম্পাদন করলেন। সেই সঙ্গে সনদে স্বাক্ষরকারী সব সম্প্রদায় এবং মদিনায় বসবাসকারী সব জাতি-গোষ্ঠীকে নিয়ে ‘পৃথিবীর প্রথম কল্যাণরাষ্ট্র’ গঠন করলেন। ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’- এই ছিল মদিনার কল্যাণরাষ্ট্রের মূলমন্ত্র। ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে মদিনায় বসবাসকারী সব সম্প্রদায় মহান আল্লাহর প্রিয় রাসুলের (সা.) কথায়, কাজে ও নেতৃত্বে এতই সন্তুষ্ট ও মোহিত ছিল যে, মদিনার জনগণ একবাক্যে প্রিয়নবীকে মদিনা রাষ্ট্রের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট হিসেবে মেনে নিলেন। আল্লাহর প্রিয় রাসুল এমন ইনসাফভিত্তিক, ভারসাম্যপূর্ণ ও নিরপেক্ষ সমাজব্যবস্থা গড়ে তুলেছিলেন যে, জাতি-ধর্ম-গোত্র নির্বিশেষে মদিনা রাষ্ট্রের সবাই ছিল তুষ্ট, নিঃশঙ্ক ও নির্বিরোধ। শতধা বিভক্ত, কলহপ্রিয় ও যুদ্ধপাগল মদিনাবাসী ‘সিসাঢালা প্রাচীর’-এর মতো ঐক্যবদ্ধ জাতিতে পরিণত হলো। ফলে ইসলামের বাণী ধীরে ধীরে আরব উপদ্বীপ ছেড়ে বহির্বিশ্বে প্রচার হচ্ছিল, তখন মক্কার কাফের সম্প্রদায় ও মদিনার ষড়যন্ত্রকারী মুনাফিকরা মিলে প্রিয়নবীকে দুনিয়ার বুক থেকে চিরতরে মিটিয়ে দেওয়ার মানসে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে। আল্লাহর প্রিয় রাসুল এ খবর জানতে পেরে সাহাবিদের সঙ্গে পরামর্শ সভায় বসলেন। আনসারদের মধ্যে হযরত সাদ ইবনে ওবাদা (রা.) বললেন, ‘ইয়া রাসুলুল্লাহ (সা.), আপনি যদি হুকুম করেন, তবে আমরা সাগরে ঝাঁপিয়ে পড়তেও রাজি আছি।’ মুহাজিরদের মধ্য থেকে হযরত মিকদাদ (রা.) বললেন, ‘ইয়া রাসুলুল্লাহ (সা.), আমরা মুসা (আ.)-এর উম্মতদের মতো একথা বলবো না যে, ‘আপনি এবং আপনার প্রভু গিয়ে তাদের সঙ্গে যুদ্ধ করুন’; বরং আমরা আপনার সামনে-পিছনে ও ডানে-বামে যুদ্ধ করে আপনার সম্মান ও আল্লাহর দ্বীন রক্ষায় নিজেদের প্রাণ উৎসর্গ করব’। এভাবে রাসুলের (সা.) কথায় যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন সাহাবিরা। প্রিয় পাঠক, আজ রাসুলের (সা.) সুন্নাত প্রতিষ্ঠায় ঝাঁপিয়ে পড়ার দিন। বদরের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার দিন। 

এ জাতীয় আরও খবর