শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খাদ্য ও পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চায় বিএনপি

news-image

গম কেলেঙ্কারির জন্য খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম আর বিজিবি নায়েক রাজ্জাকের ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর পদত্যাগ চেয়েছে বিএনপি।

সোমবার দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলটির মুখপাত্রের দায়িত্বে থাকা ড. আসাদুজ্জামান রিপন এ দাবি জানান।

তিনি পোকায় খাওয়া খাওয়ার অনুপোযোগী কম কেনার তদন্ত দাবি করেন। আর তদন্ত চলাকালে মন্ত্রীকে অবশ্যই সাময়িকভাবে তার পদ থেকে সরে দাঁড়াতে হবে।

ড. রিপন বলেন, ‘ব্রাজিল থেকে খাওয়ার অনুপোযোগী পঁচা গম আমদানি করে অর্থ লোপাট করেছে। এসব নায়কদের আইনের আওতায় আনা উচিত। এ নিয়ে এখনও পর্যন্ত তদন্ত কমিটি না হওয়ায় আমরা সরকারের নিন্দা করছি। মন্ত্রীকে স্বপদে রেখে এ তদন্ত সুষ্ঠুভাবে হবে কি না তা একটি প্রশ্ন। কারণ যারা খাদ্য আমদানি করেছে উনাকে না জানিয়ে এগুলো করা হয়নি। আমরা মনে করি নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাকে স্বপদে রাখা উচিত হবে না। ভারতসহ বিভিন্ন দেশেও এমন অভিযোগ উঠলে মন্ত্রীরা পদত্যাগ করে। সেক্ষেত্রে তদন্তের স্বার্থে খাদ্যমন্ত্রী কামরুল ইসলামও সাময়িকভাবে পদ থেকে সরে যেতে পারেন।’

রিপন বলেন, ‘পর্যাপ্ত গম গুদামে মজুদ থাকা সত্ত্বেও শাসক শ্রেণীর নেতাকর্মীদের লাভবান করতে ব্রাজিল থেকে পঁচা গম আমদানি করা হয়েছে।’

অপহৃত নায়েক রাজ্জাকের বিষয়ে বিজিবির মহাপরিচালকের বক্তব্য চেয়ে রিপন বলেন, ‘আমরা পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাই এ ব্যাপারে কূটনৈতিক উদ্যোগ কতদূর এগিয়েছে। উনি তো বলেছিলেন, খালেদা জিয়ার সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠকের সম্ভাবনা নেই। উনি যদি মিয়ানমারের সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ব্যর্থ হয় তাহলে পদ থেকে সরে দাঁড়াতে হবে।

এ জাতীয় আরও খবর

সালমান শাহ-শাকিব খানের মতোই জয়কে টার্গেট করা হলো : স্ত্রী নীড়

মৃত্যুর দু’বছর পর ব্রুনাই থেকে ফিরছে দুই বাংলাদেশির লাশ

এক মিনিটের জন্য শেষ বিসিএসের স্বপ্ন, হাউমাউ করে কান্না

জাতীয় পার্টির কোনো রাজনীতি নেই: ফিরোজ রশিদ

গরমে সরবরাহ কম, আরও বেড়েছে সবজির দাম

পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিএনপির ৭৫ নেতা বহিষ্কার

১০ কোটি টাকার অনিয়ম, পাবনায় অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক

‘পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত’

‘মাশা আল্লাহ’ লিখে যে ‘খোঁচা’ দিলেন মুশফিক

গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী