বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সৌদি যেতে আগ্রহ হারাচ্ছে নারী শ্রমিকরা

news-image

টিপস ডেস্কনেতিবাচক অভিজ্ঞতা ও তুলনামূলক কম বেতনের জন্যই সৌদি আরবে গৃহকর্মীর কাজে যেতে নাম নিবন্ধন করেছেন অল্প সংখ্যক বাংলাদেশী নারী শ্রমিক। এমন তথ্য জানিয়েছেন সৌদি আরবে বাংলাদেশ মিশনের লেবার কাউন্সিলর সারোয়ার আলম।
সারোয়ার আলম বলেন, ‘দেশের অন্তত ১শ’ টি রিক্রুটমেন্ট অফিস থেকে মাত্র ৫ হাজার নারী রেজিষ্ট্র্রেশন করেছেন। তবে রেজিষ্ট্রিকৃতরা সবাই সৌদিতে আসতে পারবে না। মেডিকেল চেকআপসহ বিভিন্ন পরীক্ষার পর কিছু শ্রমিক বাদ পড়তে পারে। সবরকম আনুষ্ঠানিকতা শেষ করে এই রমজানে অন্তত ৫শ নারী সৌদিতে যাওয়ার অনুমোদন পাবে।’
কম সংখ্যক নারী সৌদিতে যাওয়ার কারণ সম্পর্কে লেবার কাউন্সিলর বলেন, ‘ মাসে মাত্র ৮শ সৌদি রিয়াল বেতনের জন্য অনেকেই দেশ ও পরিবার ছেড়ে সৌদিতে যেতে আগ্রহী হচ্ছে না। বিভিন্ন দেশে এর চেয়ে বেশি বেতন পাওয়া যায়। গৃহস্থালির কাজে বাংলাদেশি শ্রমিকরা মাসিক বেতন পায় ৮শ রিয়াল আর হংকং, জর্ডান ও থাইল্যান্ডে ৯শ থেকে ১১২৫ সৌদি রিয়ালের সমান। তাই বাংলাদেশের শ্রমিকরা সৌদি আরবের প্রতি আগ্রহ হারিয়ে হংকং, জর্ডান ও থাইল্যান্ডে যেতে আগ্রহ দেখাচ্ছে।
সরোয়ার বলেন, ‘ সৌদিতে শ্রমিক বিমুখীতার আরেকটি কারণ হলো সেখানে তাদের মৌলিক অধিকারগুলো নিশ্চিত হবে কিনা সেই গ্যারান্টি সৌদি সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে না। তাদের কর্মক্ষেত্রে অধিকারগুলো নিয়েও তারা সন্দিহান।
সরোয়ার আরো বলেন, ‘ সৌদিতে গৃহকর্মীর কাজ করতে নারীদের কিছু বাজে অভিজ্ঞতা হয়েছে। তাই বাংলাদেশ ৮ বছর আগেই সৌদিতে নারী শ্রমিক পাঠানো বন্ধ করে দিয়েছে। এই প্রক্রিয়া পূনরায় চালু করতে কিছুটা সময় লাগবে। সেই জন্য সৌদিতে বাংলাদেশী গৃহকর্মীদের আসতে আগ্রহ কমেছে। ’
সৌদির শ্রম মন্ত্রণালয়ের মুখপাত্র তাসির আল মাফরিজ বলেন, ‘বাংলাদেশ থেকে গ্রহস্থালির কাজে শ্রমিক আনার জন্য মন্ত্রণালয় সকল সমস্যা উত্তরণের জন্য কাজ করে যাচ্ছে।’

এ জাতীয় আরও খবর

নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে ১৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

শ্রম আইন নিয়ে টালবাহানা করছে যুক্তরাষ্ট্র : শ্রম প্রতিমন্ত্রী

সনদ জালিয়াতি: দায় এড়াতে পারেন না কারিগরির সাবেক চেয়ারম্যান, দিতে হবে ব্যাখ্যা

কেএনএফের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ছাত্রলীগ নেতাসহ ৭ জন কারাগারে

ঢাকা ছেড়েছেন কাতারের আমির

প্রথম ধাপের উপজেলা ভোটে ২৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

বাংলাদেশিদের রক্তে সীমান্ত সবসময়ই ভেজা থাকছে: রিজভী

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে খেলবেন না ফিজ

টি২০ সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীতরা

জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্পে সাইফউদ্দিন-আফিফ

পদ্মায় গোসলে নেমে ৩ কিশোরের মৃত্যু

মিয়ানমার থেকে ফিরছেন ১৭৩ বাংলাদেশি