শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশে অবাধ গরু পাচারে জড়িত ভারতীয় পুলিশের একাংশ!

news-image

অপরাধ ডেস্কপুলিশের একাংশের সাহায্যে এবার সন্ত্রাসীরা গরু পাচার শুরু করেছে বলে খোদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ জানালেন রঘুনাথগঞ্জের কংগ্রেস বিধায়ক আখরুজ্জামান। এমন খবর দিয়েছে আনন্দবাজার।

আনন্দবাজার বলেছে শুক্রবার বিধানসভার অধিবেশন শেষ হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে এই অভিযোগ জানান তিনি। আখরুজ্জামান রোববার বলেন, ‘মুখ্যমন্ত্রী মন দিয়ে সব শুনেছেন। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।’

খাগড়াগড় বিস্ফোরণ-কাণ্ডে যে মোকিমনগর মাদ্রাসার কথা উঠে এসেছিল, তা রঘুনাথগঞ্জের মধ্যে পড়ে এবং ওই বিস্ফোরণের ‘কিঙ্গ পিন’ রেজাউল করিমের বাড়িও ওই বিধানসভা এলাকায়। সে তথ্য মনে করিয়ে দিয়ে আখরুজ্জামানের পর্যবেক্ষণ, ‘জঙ্গিরা ফের সক্রিয় হচ্ছে। তারা টাকা সংগ্রহ করতে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে অবাধ গরু পাচারে নেমেছে।’

কী ভাবে পাচার চলছে, তা-ও মুখ্যমন্ত্রীকে বিস্তারিত জানিয়েছেন তিনি। বিধায়কের দাবি, অন্তত তিন মাস ধরে লরিতে করে বা কখনও হাঁটিয়ে শ’য়ে শ’য়ে গরু বাংলাদেশে পাচার করা হচ্ছে। পুলিশের সঙ্গে গাঁটছড়া বেঁধে স্থানীয় তৃণমূল নেতারা সে কাজে মদত দিচ্ছেন বলে তাঁর দাবি। এ দিন তিনি আরও অভিযোগ করেন, ‘পাচারের টাকায় রাতের অন্ধকারে সীমান্তের এ পারে বস্তা ভর্তি অস্ত্র আসছে। সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে অবৈধ ভাবে এসে বাংলাদেশিরা আশ্রয় নিচ্ছেন। অচেনা লোক দেখেও ভয়ে কেউ কিছু বলতে পারছেন না!’

এলাকার কংগ্রেস বিধায়কের এমন গুরুতর অভিযোগ উড়িয়ে দেননি সুতির তৃণমূল বিধায়ক ইমানি বিশ্বাস। তবে তাঁর দাবি, ‘এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। পাচার চলছে জেলার কিছু পুলিশ এবং বিএসএফের মদতে।’ তিনিও মুখ্যমন্ত্রীকে বিষয়টি জানাবেন বলে জানিয়েছেন।

তবে এই এলাকায় সীমান্তে পাহারার দায়িত্বে রয়েছে বিএসএফের ২০ নম্বর ব্যাটেলিয়ান। তার কম্যান্ডিং অফিসার রাজকুমার বাসাট্টা আনন্দবাজরকে বলেছেন, ‘সম্প্রতি গরু পাচার বেড়েছে’। তবে তাতে বিএসএফ জওয়ানদের জড়িত থাকার অভিযোগ আমলে নেননি তিনি। তিনি জানান, গত শুক্রবারই জঙ্গিপুর ব্যারাজের কাছে একটি লরি-সহ ১৯টি গরু ধরা হয়েছে। পাচার বেড়েছে, সে কথা একান্তে কবুল করেছেন সুতির এক পুলিশকর্মীও। তাঁর সাফ কথা, ‘চোখের সামনে দিনে-দুপুরে রাস্তা দিয়ে গরু যাচ্ছে। তা দেখেও আমরা ধৃতরাষ্ট্র হয়ে বসে রয়েছি।’

এ জাতীয় আরও খবর

সালমান শাহ-শাকিব খানের মতোই জয়কে টার্গেট করা হলো : স্ত্রী নীড়

মৃত্যুর দু’বছর পর ব্রুনাই থেকে ফিরছে দুই বাংলাদেশির লাশ

এক মিনিটের জন্য শেষ বিসিএসের স্বপ্ন, হাউমাউ করে কান্না

জাতীয় পার্টির কোনো রাজনীতি নেই: ফিরোজ রশিদ

গরমে সরবরাহ কম, আরও বেড়েছে সবজির দাম

পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিএনপির ৭৫ নেতা বহিষ্কার

১০ কোটি টাকার অনিয়ম, পাবনায় অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক

‘পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত’

‘মাশা আল্লাহ’ লিখে যে ‘খোঁচা’ দিলেন মুশফিক

গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী