শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইসলাম ও মা

news-image

ইসলামিক ডেস্ক : মায়ের ভালবাসার কোনো উপমা নেই। নেই মায়ের ভালবাসার কোনো দিবস। মা মধুর, চিরকালই মধুর! মা আদুরে, মা-ই পৃথিবীতে ভালাবাসার শ্রেষ্ঠ উপমা। ইসলামের মহান নবী হজরত মুহাম্মদ সা. ছিলেন এতিম। মাতৃগর্ভে থাকা অবস্থায় বাবা দুনিয়া ছেড়ে চলে যান। জন্মের মাত্র চার বছর পরই নিভে যায় মায়ের জীবন প্রদীপ। পরিণত বয়সে দুধ মা হালিমাকে গায়ের চাদর বিছিয়ে দিতেন নবীজি। ঘরের খাদেম বৃদ্ধ উম্মে আয়মানকে নবীজি মা বলে ডাকতেন। হিজরতের পর মরু আরবের বহু পথ মারিয়ে উম্মে আয়মান মদিনায় এলে নবীজি সব কাজ ফেলে বৃদ্ধ মা উম্মে আয়মানের সেবায় লেগে যেতেন। চোখ-মুখের পানি মুছে দেন। পা টিপে দেন। উম্মে আয়মানের কাছে মা আমিনার কথা শুনেন।
সেই অন্ধকারযুগে ¯্রােতের বিপরীতে দাঁড়িয়ে তিনিই মা জাতিকে মর্যাদার সিংহাসন দিয়েছেন। হজরত আবু উমামা রা. বলেন মহানবী সা.-কে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সা.! সন্তানের ওপর মা-বাবার কি অধিকার? মহানবী সা. বললেন, মা-বাবা তোমাদের জান্নাত অথবা  মা-বাবাই তোমাদের জাহান্নাম। ইবনে মাজাহ
হজরত মুয়াবিয়া রা. থেকে বর্ণিত আছেÑ মহানবী সা. বলেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। মুসনাদে আহমদ, বায়হাকি শরিফ, নাসায়ি শরিফ
 
কোরআন শরিফে মা! :
আল্লাহ তায়ালা বলেনÑ আর তোমার রব সিদ্ধান্ত দিয়েছেন যে, তোমরা কেবল তারই ইবাদত করবে এবং মা-বাবার সঙ্গে সদ্ব্যবহার করবে। যদি তাদের মধ্যে একজন কিংবা দুজনই বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, তাহলে (তাদের খিটখিটে ব্যবহারে বিরক্ত হয়ে) তাদের তুমি উহফ্ শব্দও বলবে না এবং তাদের ধমকও দিবে না। আর তাদের সঙ্গে তুমি সম্মানজনক কথা বলবে এবং তাদের জন্য দোয়ার মধ্যে থেকে ন¤্রতার বাহু ঝুঁকিয়ে দাও। আর তাদের জন্য দোয়া স্বরূপ এ কথা বলবেÑ হে আমার রব, তাদের দুজনের ওপর এমন দয়ার আচরণ করো। যেমন তারা শৈশবে আমাকে লালন-পালন করেছে। সুরা বনি ইসরাইল: ২৩-২৪
মহান আল্লাহ মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক ভালবাসার আরও বিস্তর বিবরন দিয়েছেন কোরআনে।
বলেছেনÑ আর স্মরণ কর, যখন আমি বনি ইসরাইলের অঙ্গীকার গ্রহণ করলাম যে, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না এবং মা-বাবার সঙ্গে উত্তম আচরণ করবে, আত্মীয়-স্বজন, এতিম ও অসহায়দের সঙ্গেও। সুরা বাকারা: ৮৩
কোরআন আরও বলছে, তোমরা ইবাদত কর আল্লাহর, আল্লাহর সঙ্গে কোনো শরিক কর না। আর সদ্ব্যবহার কর মা-বাবার সঙ্গে। নিসা:  ৩৬
কোরআন আরও বলছে, আর আমি মানুষকে তার মা-বাবার সঙ্গে উত্তম আচরণের নির্দেশ দিয়েছি। তার মা কষ্টের পর কষ্ট ভোগ করে তাকে গর্ভে ধারণ করে। আর তার দুধ ছাড়ানো হয় দুবছরে; সুতরাং আমি আল্লাহ এবং তোমার মা-বাবার কৃতজ্ঞতা আদায় কর। সুরা  লোকমান : ১৪
 
হাদিস শরিফে মা! :
ইসলামের জীবন বরাবরই মানুষকে মুগ্ধ করে আসছে। মা-বাবার জন্যও নবীয়ে আরবির কথাও উম্মতের হৃদয়ে আবেগের ঢেউ তোলে। মা-সন্তানের বন্ধন গভীর করে। মায়ের জন্য নবীজির মূল্যবান উপদেশ শুনে আমরা প্রাণিত হই।
সাহাবি ইবনে মাসউদ বলেন, একবার আমি হজরত নবী করিমকে সা. জিজ্ঞাসা করলাম, কোন কাজটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? তিনি বললেন, সঠিক সময়ে নামাজ পড়া। আমি বললাম, তারপর? তিনি বললেন, মা-বাবার সঙ্গে সদ্ব্যবহার। আমি বললাম, তারপর? তিনি বললেন, আল্লাহর পথে জিহাদ। বুখারি, মুসলিম, মিশকাত
হজরত আবু হুরাইরা রা. বর্ণনা করেন, এক ব্যক্তি মহানবীকে জিজ্ঞাসা করলেন, কে আমার সদ্ব্যবহার পাওয়ার সবচেয়ে বেশি হকদার? নবীজি বললেন, তোমার মা! লোকটি জানতে চাইল, তারপর কে? নবীজি বললেন, তোমার মা!
লোকটি আবার জানতে চাইল, তারপর কে? নবীজি বললেন, তোমার মা। লোকটি চতুর্থবার  জানতে চাইলেন তারপর কে? নবীজি বললেন, তোমার বাবা! বুখারি, মুসলিম
 
মা-বাবার জন্য ব্যয়ও ইবাদত! :
শুধু মা-বাবা নয় পরিবারের সবার জন্য খরচ করাই ইবাদত। বউ ছেলেমেয়েসহ পরিবারে সবার জন্য ব্যয় করলে হাদিসে সদকার সওয়াবের প্রতিশ্রুতি রয়েছে। কোরআনের ভাষ্য হলো, উম্মতেরা আপনার কাছে জানতে চায়! তারা কী ব্যয় করবে? বল, তোমরা যে সম্পদ ব্যয় করবে, তা মা-বাবা, আত্মীয়, এতিম, মিসকিন ও মুসাফিরদের জন্য ব্যয় করো। সুরা বাকারা : ২১৫
শুধু ব্যয় করবে না, ইসলাম বলছে মরে গেলেও সন্তানের সম্পত্তিতে মা-বাবার জন্য ইনসাফভিত্তিক পাওনা রেখে দিবে। কোরআনের ভাষ্যÑ তোমাদের ওপর ফরজ করা হয়েছে যে, যখন তোমাদের কারো মৃত্যু উপস্থিত হবে, যদি তুমি কোনো সম্পদ রেখে যাও, তবে মা-বাবা ও নিকট আত্মীয়দের জন্য ন্যায়ভিত্তিক অসিয়ত করবে। এটি মুত্তাকিনদের দায়িত্ব। সুরা বাকারা : ১৮০
 
কোরআনসহ মায়ের জন্য দুই নবীর দোয়া! :
মায়ের জন্য কোরআন শিখিয়েছে- রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা!- হে আমার রব, তাদের দুজনের ওপর এমন দয়ার আচরণ করো। যেমন তারা শৈশবে আমাকে লালন-পালন করেছে। সুরা বনি ইসরাইল: ২৪
মায়ের জন্য প্রার্থনা করেছেন হজরত নূহ আ.। বলেছেন, হে আমার রব! ক্ষমা করো আমাকে, আমার মা-বাবাকে এবং যারা আমার ঘরে ঈমানদার হয়ে প্রবেশ করেছে। মুমিন নারী পুরুষকেও ক্ষমা করো। তুমি অত্যাচারিদের শুধুই যন্ত্রণা বাড়িয়ে দাও। সুরা নূহ: ২৮
মায়ের জন্য প্রার্থনা করেছেন হজরত ইবরাহিম আ.। তিনি দোয়ায় বলেছেন, হে আমাদের রব! যেদিন কেয়ামত কায়েম হবে, সেদিন আপনি আমাকে, আমার মা-বাবাকে ও মুমিনদেরকে ক্ষমা করে দিবেন। সুরা ইবরাহিম : ৪১
 
মায়ের আনুগত্যের উপহার ও অবাধ্যতার শাস্তি! :
আবদুল্লাহ ইবনে আববাস রা. সূত্রে মহানবী সা. বলেছেনÑ মা-বাবার হকের ব্যাপারে আল্লাহ তায়ালার অনুগত হয়ে যে ব্যক্তি ভোরে ঘুম থেকে ওঠে, সকালে তার জন্য জান্নাতের দুটি দরজা খুলে যায়। আর যদি মা-বাবার একজন বেঁচে থাকেন তখন তার জন্য শুধু একটি দরজা খুলে দেওয়া হয়।
যে ব্যক্তি মা-বাবার হকের ব্যাপারে আল্লাহ তায়ালার অবাধ্য হয় তার জন্যে জাহান্নামের দুটি দরজা উন্মুক্ত করে দেওয়া হয়। আর যদি কেবল একজন বেঁচে থাকেন তবে শুধু একটি দরজাই খুলে দেওয়া হয়।
এক ব্যক্তি জানতে চাইলেন, হে আল্লাহর নবী! যদি মা-বাবা তার প্রতি নিষ্ঠুর হয়, তবুও কি এরূপ হবে? মহানবী বললেন, যদিও মা-বাবা সন্তানের প্রতি নিষ্ঠুর হয় যদিও মা-বাবা সন্তানের প্রতি নিষ্ঠুর হয়! যদিও মা-বাবা সন্তানের প্রতি নিষ্ঠুর হয়! (তিনবার) বায়হাকি শরিফ
মা-বাবার আনুগত্যের চমৎকার উপহার হলো, জীবনের বাঁকে বাঁকে প্রশান্তির ছোঁয়া। প্রতিটি কাজে বরকতের পরশ। সাওবান রা. সূত্রে মহানবী সা. বলেছেন,  দোয়া ব্যতিত অন্য কিছুই ভাগ্যকে বদলাতে পারে না এবং মা-বাবার প্রতি উত্তম আচরণ ব্যতিত অন্য কিছুই আয়ুকে দীর্ঘ করতে পারে না। কোনো ব্যক্তি যেন তার পাপের কারণে আল্লাহর রহমত থেকে বঞ্চিত না হয়। ইবনে মাজাহ

এ জাতীয় আরও খবর

সালমান শাহ-শাকিব খানের মতোই জয়কে টার্গেট করা হলো : স্ত্রী নীড়

মৃত্যুর দু’বছর পর ব্রুনাই থেকে ফিরছে দুই বাংলাদেশির লাশ

এক মিনিটের জন্য শেষ বিসিএসের স্বপ্ন, হাউমাউ করে কান্না

জাতীয় পার্টির কোনো রাজনীতি নেই: ফিরোজ রশিদ

গরমে সরবরাহ কম, আরও বেড়েছে সবজির দাম

পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিএনপির ৭৫ নেতা বহিষ্কার

১০ কোটি টাকার অনিয়ম, পাবনায় অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক

‘পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত’

‘মাশা আল্লাহ’ লিখে যে ‘খোঁচা’ দিলেন মুশফিক

গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী