শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এক ডজন থাপ্পড় হজম করলেন বিদ্যা

news-image

বিনোদন প্রতিবেদক : এক ডজন চড় খেলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান। সম্প্রতি অভিনেতা রাজকুমার রাও বিদ্যার গালে পরপর এক ডজন চড় মারেন। বিদ্যার চড় খাওয়ার এই বিষয়টি অবাক করার মতো হলেও সত্যি। তবে বাস্তবে নয়, একটি ছবির শুটিং করতে গিয়ে এই বিষয়টি হজম করতে হয়েছে বিদ্যাকে। একটি চড়ের দৃশ্য ক্যামেরাবন্দি করতে গিয়ে ১২ বার চপেটাঘাত খেতে হয় বিদ্যা বালানকে। বর্তমানে ‘হামারি আধুরি কাহানি’ ছবির শুটিং করছেন বিদ্যা। মোহিত সুরি পরিচালিত এ ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন তিনি। এখানে তার স্বামীর চরিত্রে দেখা যাবে রাজকুমার রাওকে। রোমান্টিক-ড্রামা নির্ভর ছবির অনেকখানি কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। সম্প্রতি ছবির একটি উত্তেজনাকর দৃশ্যে অভিনয় করছিলেন বিদ্যা ও রাজকুমার। হঠাৎ করেই পরিচালক ঠিক করলেন এখানে একটি চড়ের দৃশ্য রাখার। কথা অনুযায়ী শুরু হয়ে গেল কাজ। বিদ্যাকে চড় মারা কোনভাবেই সঠিক হচ্ছিল না রাজকুমার রাওয়ের। আর তাই তো একের পর এক থাপ্পড় তিনি মেরেই যাচ্ছিলেন বিদ্যাকে। শেষ পর্যন্ত এক ডজন থাপ্পড় খেয়ে ‘ওকে’ হলো ওই দৃশ্যটি। ততক্ষণে বিদ্যার ডান গাল টকটকে লাল হয়ে গেছে। চটজলদি তাকে বরফ দেয়া হলো। বিশ্রাম দেয়া হলো এক ঘণ্টার। বিদ্যা অবশ্য তখনও হেসেই যাচ্ছিলেন। কারণ, তিনি নিজেও মজা পেয়েছিলেন এই দৃশ্যটি করে। এ বিষয়ে বিদ্যা বালান বলেন, ছোটবেলায় মা-বাবার চড় অনেক খেয়েছি। কিন্তু বড় হওয়ার পর আমার গায়ে এখন পর্যন্ত কেউ হাত তুলেনি। পরপর ১২টি থাপ্পড় খাওয়া তো দূরের ব্যাপার। আমি খুব কষ্ট করে হাসি কন্ট্রোল করে রেখেছিলাম। রাজকুমার রাও-ও সাহস পাচ্ছিলেন না জোরে মারার। অবশেষে এতগুলো থাপ্পড় খেতে হলো আমাকে। আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে এই বিষয়টি।

এ জাতীয় আরও খবর

সালমান শাহ-শাকিব খানের মতোই জয়কে টার্গেট করা হলো : স্ত্রী নীড়

মৃত্যুর দু’বছর পর ব্রুনাই থেকে ফিরছে দুই বাংলাদেশির লাশ

এক মিনিটের জন্য শেষ বিসিএসের স্বপ্ন, হাউমাউ করে কান্না

জাতীয় পার্টির কোনো রাজনীতি নেই: ফিরোজ রশিদ

গরমে সরবরাহ কম, আরও বেড়েছে সবজির দাম

পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিএনপির ৭৫ নেতা বহিষ্কার

১০ কোটি টাকার অনিয়ম, পাবনায় অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক

‘পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত’

‘মাশা আল্লাহ’ লিখে যে ‘খোঁচা’ দিলেন মুশফিক

গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী