সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

হৃদরোগ চিকিৎসার পাঁচ শক্তি

news-image

স্বাস্থ্য ডেস্ক : হৃদরোগ বেশ কয়েকটি কারণে হওয়া সমন্বিত এক রোগ। এর অর্থ হচ্ছে, এই রোগ বেশ কয়েকটি কারণে হতে পারে। বেশ কয়েকটি কারণের ভিতর থেকে মাত্র একটি কারণের চিকিৎসা করলে সফল হওয়া সম্ভব নয়। যদি একটা কারণকে শেষ করে ভালো পরিণাম পেতে হয়, তাহলে সেই কারণের পেছনের লুকিয়ে থাকা সমস্যাকে পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে হবে। কারণের পেছনে কারণ খুঁজে যে চিকিৎসা পদ্ধতি দেওয়া হয়, সেটি হলো- সিএডিপিআর। হৃদরোগ চিকিৎসার পঞ্চশক্তি হিসেবে এগিয়ে চলেছে সিএডিপিআর প্রোগ্রাম। সিএডিপিআর হৃদরোগের চিকিৎসায় পাঁচটি পর্যায়ের প্রয়োগ করে। এই প্রোগ্রাম হচ্ছে নন-ইনভেসিভ অর্থাৎ বিনা সার্জারির প্রোগ্রাম। সিএডিপিআর-এ এই পর্যায়ের পূর্ণরূপে এবং অত্যন্ত সঠিক পদ্ধতিতে পালন করা হয়। বাস্তবে এই প্রোগ্রামের রূপরেখা এতটা ব্যবহারিক যে, প্রতিটি ব্যক্তি এটাকে সহজেই পালন করতে পারেন। এই পাঁচটি পর্যায়ের মধ্যে প্রতিটি পর্যায়ের বিভিন্ন অবয়ব রয়েছে আর হৃদরোগকে কম করার কাজে এসব বিভিন্ন অবয়ব আলাদা আলাদা ভূমিকা পালন করে। এই প্রোগ্রামের সবদিক থেকে সম্পূর্ণই এই প্রোগামকে এতটা প্রভাবশালী করে তুলেছে। আরেকটু ভালো করে বোঝার চেষ্টা করা যাক যে, যদি আমরা লোহার পাঁচটি আলাদা আলাদা ছড়ি নিই, তাহলে যে কোনো একটা ছড়িকে সহজেই মুড়ে ফেলা যেতে পারে… কিন্তু আমরা যদি পাঁচটি ছড়িকে একসঙ্গে রাখি, তাহলে সেগুলোর শক্তি এক বিশাল রূপ ধারণ করে নেয় আর তখন সেগুলোকে মোড়া অসম্ভব হয়ে ওঠে। এবার নিজেদের হাতকেই উদাহরণ হিসাবে নিতে পারেন। আপনার হাতে যদি একটা আঙ্গুল থাকে, তাহলে আপনি সেটার সহায়তায় দশটা কাজ করতে পারবেন। এবার যদি সেই আঙ্গুলটার সঙ্গে আর একটা আঙ্গুল-বৃদ্ধাঙ্গুষ্ঠকে জুড়ে দেওয়া যায়, তাহলে আপনি সেই দুটি আঙ্গুলের সহায়তায় একশটা কাজ করে নিতে পারবেন। পাঁচটা আঙ্গুল একসঙ্গে হওয়ামাত্র আপনি হাজার কাজ করতে পারবেন। হাত পূর্ণ হতেই হাতের কার্যকুশলতাও বেড়ে ওঠে। পাঁচ পর্যায় আর সেগুলোর অবয়বগুলোর পালনের দ্বারা প্রোগ্রমের শক্তি অত্যন্ত বেড়ে ওঠে আর এর দ্বারা শীঘ্রই ভালো পরিণাম পাওয়া সম্ভব হয়ে ওঠে। এই পাঁচটা পর্যায় হচ্ছে- শিক্ষা, মানসিক চাপ কমানো, ভোজনে পরিবর্তন, যোগ-ধ্যান এবং ব্যায়াম। এছাড়া রক্তচাপ, সুগারের কোলেস্টেরল, ট্রাইগ্লিসরাইডস আর হৃদরোগের উপরে এসবের প্রভাব রোগীদের ভালোভাবে জানা উচিত।

এ জাতীয় আরও খবর

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ১১৬ কোটিপতি প্রার্থী : টিআইবি

পাওয়া গেছে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর শঙ্কা

কোভ্যাক্সিনের টিকায়ও হচ্ছে ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া!

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের স্থায়ী সমাধান জরুরি : পররাষ্ট্রমন্ত্রী

এক পা জেলে রেখেই রাজনীতি করি আমরা, প্রিজন ভ্যান থেকে ইশরাক

সারা দেশে টানা ৩ দিন হতে পারে বৃষ্টি

কালশীর সড়কে যান চলাচল শুরু

ব্যবসায়ীকে হত্যার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন

সোনার ভ‌রি এক লাখ সাড়ে ১৯ হাজার ছাড়াল

আছড়ে পড়ল ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

নববধূর সাজে ইধিকা, বিয়ে করেছেন শাকিবের প্রিয়তমা?